রমজান আমাদের নিয়ে যাক আত্মশুদ্ধি এবং আলোর পথে: সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০১৯, ০৬:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র রমজান নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, রমজানের পবিত্রতা আমাদের নিয়ে যাক আত্নশুদ্ধি এবং আলোর পথে। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা।
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ড সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। রমজানের প্রথম রোজার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।
সোমবার রাত ১০টার সময় নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান, সাকিব আল হাসান।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার রাতে সেহরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার হবে প্রথম রোজা। সেই হিসাবে ১ জুলাই দিবাগত রাতে লাইলাতুল কদর।
প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় সোমবার রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতার মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট।
এদিকে সোমবার রাতে এশার নামাজের পর তারাবির সালাত আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
