Logo
Logo
×

খেলা

পাকিস্তানের ক্রিকেট কমিটির প্রধানের পদত্যাগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০১৯, ১০:১২ এএম

পাকিস্তানের ক্রিকেট কমিটির প্রধানের পদত্যাগ

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহসিন খান পদত্যাগ করেছেন। পিসিবির জারি করা বিবৃতি বলছে, নিজের বর্তমান পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছেন মহসিন, চেয়ারম্যান ইহসান মনি তা গ্রহণ করেছেন।-খবর ক্রিকেটপাকিস্তান ডটকমের।

এতে বলা হয়, সাবেক টেস্ট ক্রিকেটার ও পিসিবি ক্রিকেট কমিটির প্রধান মহসিন খান পিসিবির চেয়ারম্যান ইহসান মনির সঙ্গে সাম্প্রতিক বৈঠকে নিজের পদ ছাড়ার ইচ্ছার কথা জানান। 

তাকে এ দায়িত্ব পালনের সুযোগ দেয়ায় পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মহসিন বলেন, এই সম্মানজনক দায়িত্ব দেয়ায় পিসিবি চেয়ারম্যানের কাছে আমি খুবই কৃতজ্ঞ।

ইহসান মনি বলেন, এমন কর্মক্ষম ও দক্ষতার একজন লোককে যেতে দেয়া খুবই কঠিন একটি কাজ। কিন্তু তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। 

‘তিনি পাকিস্তানি ক্রিকেটে যে অবদান রেখেছেন, সে জন্য তাকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল সাফল্য কামনা করছি।’

এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াসিম খান।

মহসিন খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম