বাংলাদেশি কার্টুনিস্টের ছোঁয়ায় বদলে গেল ব্যঙ্গ করা সেই পাক-কার্টুন

 স্পোর্টস ডেস্ক 
২৭ জুন ২০১৯, ০৫:০২ পিএম  |  অনলাইন সংস্করণ
বাংলাদেশি কার্টুনিস্টের ছোঁয়ায় বদলে গেল ব্যঙ্গ করা সেই পাক-কার্টুন
মিশুর ছোঁয়ায় পাল্টে গেল সেই কার্টুন। ছবি: ফেসবুক

বিশ্ব ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে ভাগ্য খুলেছে পাকিস্তান দলের। গত ২৩ জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সমর্থকদের তীব্র সমালোচনার তোপে পানি ঢাললেন সরফরাজরা।

এরপরই সেমিফাইনালের স্বপ্নে বিভোর হয়ে দেশটির একটি অন্যতম সংবাদমাধ্যম বাংলাদেশকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করে।

শুধু টাইগারদেরই নয় সেমিফাইনালের পথে বাধা অপর দুই দল নিউজিল্যান্ড ও আফগানিস্তানকেও ব্যঙ্গ করেছে ‘দ্য নেশন’ নামের ওই সংবাদমাধ্যমটি।

পাক সংবাদমাধ্যমটির প্রকাশিত সেই কার্টুনে দেখানো হয়েছে, একটি কবর ভেঙে ব্যাট হাতে উঠে দাঁড়িয়েছেন পাকিস্তান (সম্ভবত পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ)।

তার সেই ব্যাটের আঘাতে আগেই ধয়াশায়ী দক্ষিণ আফ্রিকা। রাগে গিজগিজ সরফরাজকে দেখে আতঙ্কিত হয়ে নিউজিল্যান্ড, আফগানিস্তান আর বাংলাদেশ দৌড়ে পালাচ্ছে।

এমন কার্টুন প্রকাশের পর সমালোচনায় মেতে ওঠেন বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। দেশটির গণমাধ্যম থেকে এমন ব্যঙ্গ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন অনেকে।

এ নিয়ে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদও জানান নেটিজেনরা।

তবে পাকিস্তানি সংবাদমাধ্যমের ‘ব্যঙ্গ’ করা সেই কার্টুনের অভিনব জবাব দিলেন বাংলাদেশি কার্টুনিস্ট মোরশেদ মিশু।

তিনি ওই কার্টুনকেই একটু পরিবর্তন করে নিজের ফেসবুক পোস্টে আপলোড করেছেন।
 
তার কার্টুনে দেখা যায়, কবর ভেঙে ব্যাট হাতে দাঁড়ানো সেই খেলোয়াড় উল্টো বাংলাদেশি ব্যাটসম্যানকে ভয় পাচ্ছে। বাংলাদেশি খেলোয়াড় পাক খেলোয়াড়কে দেখে দৌড়াচ্ছে না। উল্টো ব্যাট হাতে কবর থেকে উঠে আসা পাক খেলোয়াড়ের দিকে তাক করে রেখে হাসছে সে।

কার্টুনটি প্রসঙ্গে মোরশেদ মিশু জানান, ‘পাকিস্তানের ‘দি নেশন’ পত্রিকার সেই কার্টুন দেখে আমার হাসি পেয়েছে। তাই কার্টুনটির প্রকৃত ভার্সন আঁকার লোভ সামলাতে পারলাম না। অবশ্য মূল কার্টুনের ওপরই ছুড়ি-কাঁচি সুলভ পেন্সিল চালিয়ে প্রকৃত চিত্র তুলে ধরলাম।

বাংলাদেশি সমর্থকরা ইতিমধ্যে মিশুর করা কার্টুনটি লুফে নিয়ে নেট দুনিয়ায় ভাইরাল করেছে।

দ্য ন্যাশনের করা কার্টুন (বামে) মিশুর আঁকা সেই কার্টুন (ডানে)

এদিকে গতকাল এজবাস্টনে নিউজিল্যান্ডকেও ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।এমন জয়ে সেমিফাইনালে ওঠার সিঁড়িতে অনেকটা এগিয়েই গেল তারা।

অথচ দ. আফ্রিকার সঙ্গে ম্যাচের আগে এবারের আসর থেকে প্রায় ছিটকে যাচ্ছিল সরফরাজরা।

আগামী ৫ জুলাই লর্ডসেই বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। টুর্নামেন্টে সরফরাজদের চাইতে বেশ এগিয়ে রয়েছেন মাশরাফিরা।

পত্রিকায় কার্টুন প্রকাশ করে নয় জবাবটা মাঠেই দিতে প্রস্তুত টাইগাররা। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন