লংকান অধিনায়কের উইকেট শিকারের পর কাগিসো রাবাদার উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জিতলে সেমিফাইনালের স্বপ্ন টিকে থাকবে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচেই দলকে বিপদে ফেলে সাজঘরে দিমুথ করুনারত্নে। ইনিংসের প্রথম বলে কাগিসো রাবাদার করা ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন লংকান অধিনায়ক।
শুক্রবার ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার টস হেরে প্রথমে ব্যাটিং করে শ্রীলংকা।
আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। নিয়মরক্ষার ম্যাচ খেলছেন ফাফ ডু প্লেসিসরা।
অন্যদিকে ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে শ্রীলংকা। আজ জিতলে সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে পেছনে ফেলে ইংল্যান্ডের পাশে চলে যাবে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এরপর পরের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে শ্রীলংকা যদি জয় পায়। অন্যদিকে ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের পরের দুই ম্যাচে হেরে যায় তাহলে সবাইকে অবাক করে সেমিতে চলে যাবে শ্রীলংকা।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা, অ্যাডিন মার্কওরাম, ফাফ ডু প্লেসিস, রিশি ভেন দার ডুসেন, জেপি ডুমিনি, অ্যান্ডিল ফেহালুকাওয়ে, ডোয়েন পিটোরিয়াস, ক্রিস মরিস, কাগিসো রাবাদা ও ইমরান তাহির।
শ্রীলংকা: দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, অভিষেক ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জোলো ম্যাথিউস, জীবন মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসেরা পেরেরা, ইসুর উদান, লাসিথ মালিঙ্গা ও সুরঙ্গা লাকমল।
