Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ উপহার দিয়ে এভারেস্টের শিখরে মরগ্যান: স্ট্রাউস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ০৯:৪৩ এএম

বিশ্বকাপ উপহার দিয়ে এভারেস্টের শিখরে মরগ্যান: স্ট্রাউস

কোচের সঙ্গে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। ছবি: টুইটার

বিশ্বকাপ ট্রফিটা ইংল্যান্ডের কাছে অধরাই ছিল। অনেক তারকা-মহাতারকাও ইংলিশদের বিশ্বকাপ জয় উপহার দিতে ব্যর্থ হন। সদ্য শেষ হওয়া আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ উপহার দিয়েছেন ইয়ন মরগ্যান। 

বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের এ অধিনায়ক প্রসঙ্গে অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, মরগ্যান এভারেস্টের শিখরে পৌঁছে গেছে। তাই এরপর ও কী করতে চায়, সেটি ওকেই ঠিক করতে হবে। দলের বাকিদের সামনেও অবশ্য এই একই প্রশ্ন; কারণ এর আগেও আমরা এ রকম জায়গায় দাঁড়িয়ে ভুল করেছি। 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্ট্রাউস বলেন,  ২০০৫ সালে আমরা যখন অ্যাশেজ সিরিজ জিতে এক নম্বর দলের স্বীকৃতি পেলাম, তখন সবাই ভাবতে শুরু করলাম- আমাদের সব পাওয়া হয়ে গেছে। তার পর থেকেই আমরা হোঁচট খাওয়া  শুরু করলাম। মরগ্যানরা আশা করি এ ভুলটি করবে না। বরং এই বিশ্বকাপ জয়কে ভিত করে তার ওপর আরও বড় ইমারত গড়ার চেষ্টা করবে।

ইয়ন মরগ্যান প্রসঙ্গে ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক আরও বলেন, আমার ধারণা- এখন ও কিছু দিন নিজের জন্য বিশ্রামের সময় চাইবে। অধিনায়ক হিসেবে ও ঠিক কতটা ভালো, তা তো আর প্রমাণের অপেক্ষা রাখে না। এর পরও যদি ও একই রকমভাবে দলের ছেলেদের প্রেরণা জুগিয়ে যেতে পারে, আর তার থেকেও বড় কথা- দলের নেতৃত্ব দিতে চায়, তা হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চয়ই সেটি সানন্দে মেনে নেবে।

সূত্র: ক্রিকইনফো

বিশ্বকাপ ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম