|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারদের জন্ম-মৃত্যুর ক্ষণ ভালোভাবেই স্মরণে রাখে আইসিসি। প্রতি ক্রিকেটারের জন্মদিন ও মৃত্যু দিবসে টুইট করে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
ব্যতিক্রম ছিল না দক্ষিণ আফ্রিকার সাবেক পেস অলরাউন্ডার অ্যান্ড্রু হলের ক্ষেত্রেও। ৩১ জুলাই ছিল তার ৪৪তম জন্মদিন। স্বাভাবিকভাবেই বিশ্ববাসীকে তা জানিয়ে দেয় আইসিসি।
টুইটবার্তায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা লেখে, শুভ জন্মদিন অ্যান্ড্রু হল। প্রোটিয়াদের অন্যতম সেরা ফাস্ট বোলিং অলরাউন্ডার। দেশের হয়ে ১১১টি আন্তর্জাতিক ম্যাচে ১৪৩ উইকেট শিকার করেছেন তিনি। রান করেছেন ১৬০০’র বেশি।
এ পর্যন্ত সবই ঠিক ছিল। তবে তালগোল পাকিয়ে ফেলেছে ছবি নিয়ে। হলের জায়গায় চার্ল ল্যাঙ্গেভেল্টের ফটো পোস্ট করে আইসিসি।
বিষয়টি নজর এড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তৎক্ষণাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভুল ধরিয়ে দিয়ে রিটুইট করে তারা। তাতে অ্যান্ড্রু হলের সঠিক ছবি দিয়ে বিসিবি লিখেছে, ওটা হচ্ছে আমাদের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। অ্যান্ড্রু হলকে জন্মদিনের শুভেচ্ছা।
সদ্য টাইগারদের পেস বোলিং কোচ নিযুক্ত হয়েছেন ল্যাঙ্গেভেল্ট। মোস্তাফিজ-সাইফউদ্দিনদের সঙ্গে কাজ করতে মরিয়া তিনি। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বিসিবিও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিটুইট চোখে পড়ে আইসিসিরও। সঙ্গে সঙ্গে আগের পোস্ট ডিলিট করে তারা। তড়িঘড়ি সঠিক ছবি দিয়ে পুনরায় টুইট করে ক্রিকেটের নিয়ামক সংস্থা।
