বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ইউসুফ-ইরফান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৬:৫৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
টানা ভারি বৃষ্টিপাতের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে গুজরাটের ভাদোদারা অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে ওই এলাকার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই ভাই ইউসুফ পাঠান ও ইরফান পাঠান।
তারা ভাদোদারারই বাসিন্দা। স্বভাবতই স্থানীয়দের দুর্দশা তাদের হৃদয় ছুঁয়ে গেছে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ভুক্তভোগিদের সহায়তায় দুই হাত বাড়িয়ে দিয়েছেন তারা।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করছেন ইউসুফ ও ইরফান।
নিয়মিত তা করে থাকেন তারা। এছাড়া বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা করেছেন ইরফান। সর্বোপরি, মানবিক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। স্বাভাবিকভাবেই প্রশংসার বৃষ্টিতে ভিজছেন দুই ভাই।
স্থানীয় আবহাওয়া অফিস বলছে, গুজরাটে আপাতত বৃষ্টিপাত কমার কোনো লক্ষণ নেই। এতে সৃষ্ট বন্যায় ইতিমধ্যে ৫ জন নিহত হয়েছেন। প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
