বাংলাদেশ অধ্যায় শেষে ভারতের বোলিং কোচ হতে আবেদন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ০৬:০৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের প্রধান কোচ হচ্ছেন রবি শাস্ত্রীই। এ ব্যাপারে আভাস দিয়েছে ক্রিকেট উপদেষ্টা কমিটি। বিদেশি কোচের কথা ভাবছেন না তারা। এর মধ্যে খবর এলো, কোহলিদের বোলিং কোচ হতে আবেদন করেছেন সুনীল যোশী।
ভারতীয় দলে একজন স্পিন বিশেষজ্ঞ দরকার। সেই বোধ থেকেই বোলিং কোচের পদে আবেদন করেছেন যোশী। বাংলাদেশ জাতীয় দলে আড়াই বছর কাজ করেছেন তিনি। বিশ্বকাপের পরই টাইগারদের সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে। এবার নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বায়োডাটা পাঠিয়েছেন সাবেক ভারতীয় স্পিনার।
যোশী বলেন, ভারতের বোলিং কোচ হওয়ার জন্য আমি আবেদন করেছি। বাংলাদেশের হয়ে আড়াই বছর কাজ করেছি। নতুন চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। এ ভারতীয় দলে বিশেষজ্ঞ স্পিন কোচ নেই। আশা করছি, আমার দক্ষতাকে কাজে লাগানো হবে।
বাংলাদেশের স্পিন বোলিং বিভাগের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন যোশী। ভারতের সেরা রঞ্জি ট্রফিতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। ১৯৯৬-২০০১ পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে খেলেন তিনি। ১৫ টেস্টে ৪১ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার। ৬৯ ওয়ানডেতে সমসংখ্যক উইকেট ঝুলিতে রয়েছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ৬১৫ উইকেট।
যোশী বলেন, এখন সব দলেই বিশেষজ্ঞ স্পিন কোচ রয়েছে। ভারতীয় দলেও তেমনটা দরকার। আমাকে বা অন্য কাউকে নিয়োগ করা হোক, জাতীয় দলে স্পিন কোচ প্রয়োজন। শেষ কথা, তার ভাগ্য ঝুলছে এখন উপদেষ্টা কমিটির হাতে।
