Logo
Logo
×

খেলা

বাংলাদেশকে হারানো অসম্ভব নয়: রশিদ খান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪১ এএম

বাংলাদেশকে হারানো অসম্ভব নয়: রশিদ খান

টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান। দলটির নেতৃত্বে রয়েছেন বিশ্বকাঁপানো স্পিন জাদুকর রশিদ খান। ৫ সেপ্টেম্বর বন্দরনগীর চট্টগ্রামে ক্রিকেটের দীর্ঘ পরিসরের ম্যাচে টাইগারদের মুখোমুখি হবেন আফগানরা। এর আগে স্বাগতিকদের একরকম হুশিয়ার করে রাখলেন তিনি।

রশিদের মতে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগে ধৈর্য ধরে ঠাণ্ডা মাথায় খেলতে পারলে বাংলাদেশকে হারানো অসম্ভব নয়।

তিনি বলেন, সব আগে আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যেন শান্ত থাকতে পারি, ধৈর্য ধরে রাখতে পারি। যদি মাথা ঠাণ্ডা রেখে ইতিবাচক ক্রিকেট খেলতে পারি, তা হলে তাদের বিপক্ষে অবশ্যই জেতা সম্ভব।

গেল বছর ভারতের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় আফগানিস্তানের। প্রথম ম্যাচে ইনিংস ও ২৬২ রানের ব্যবধানে হারে আফগানরা। অবশ্য নিজেদের দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ান তারা। প্রথম জয় তুলে নেন রশিদ-মোহাম্মদ নবিরা। ক্রিকেটের অভিজাত সংস্করণে আরেক নবীন দল আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারান তারা। বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নামবেন রশিদ বাহিনী।

এই ম্যাচে স্নায়ুচাপ ধরে এবং নিজেদের সংযত রাখতে পারলে প্রতিপক্ষকে হারানো সম্ভব বলে মনে করেন আফগান অধিনায়ক। কঠিন সময়ে লড়াই করতে এবং নিজেদের ওপর বিশ্বাস ধরে রাখতে পারলে জয় অবশ্যম্ভাবী দেখছেন তিনি।

রশিদ বলেন, আমরা যদি আমাদের স্নায়ু ধরে রাখতে পারি, নিজেদের সংযত রাখতে পারি, তা হলে জয় অসম্ভব কিছু না। কঠিন সময়ে মাঠে লড়াই করা এবং নিজেদের ওপর বিশ্বাস রাখা, এসবই একটি দলকে জয় পাইয়ে দেয়। আমাদের দক্ষতা সম্পর্কে আমরা অবগত।

রশিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম