|
ফলো করুন |
|
|---|---|
শুক্রবার থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চান টাইগাররা।
সেই লক্ষ্যে একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন নতুন সেনসেশন ইয়াসিন আরাফাত মিশু। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে দীর্ঘদেহী-লম্বা এ তরুণ পেসারের।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ এবং বাংলাদেশ ইমার্জিং টিমের হয়ে শ্রীলংকা ইমার্জিংয়ের বিপক্ষে খেলেছেন মিশু। এইচপিতে দুর্দান্ত পারফরম করে নজর কাড়েন তিনি।
২০ বছর বয়সী ডানহাতি পেসারের জন্ম নোয়াখালীতে। এর আগেই জাতীয় দলে ঢোকার সম্ভাবনা ছিল তার। তবে বারবার ইনজুরি হানায় তা সম্ভবপর হয়ে ওঠেনি। অবশেষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন তিনি।
এখন পর্যন্ত মাত্র সাতটি প্রথম শ্রেণির এবং ছয়টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মিশু। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে মাত্র ৪০ রানে ৮ উইকেট নেন তিনি। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের রেকর্ড। সার্বিক বিবেচনায় ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেয়েছেন সম্ভাবনাময়ী ও প্রতিশ্রুতিশীল এ পেসার।
