Logo
Logo
×

খেলা

সাকিবকে নিয়ে মোস্তাফিজের আবেগঘন স্ট্যাটাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ১১:৫৯ এএম

সাকিবকে নিয়ে মোস্তাফিজের আবেগঘন স্ট্যাটাস

সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় হতাশ সতীর্থ মোস্তাফিজুর রহমানরা। জাতীয় দলের এ তারকা পেসার নিজের অফিসিয়াল টু্ইটারে বলেছেন, আমি কি বলব জানি না। তবুও আমি বিশ্বাস করতে পারি না যে সাকিবকে ছাড়া আমাদের খেলতে হবে।

টুইটার আবেঘন স্ট্যাটাসে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান আরও বলেন, আমি একটি জিনিস জানি এবং বিশ্বাস করি, সাকিব আরও শক্তিশালীভাবে ফিরে আসবেন। আমরা তার ফিরে আসার অপেক্ষায় থাকব।

জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে এক বছর নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

 

ক্রিকেট সাকিব মোস্তাফিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম