ধোনি হওয়ার চেষ্টা কর না, পন্থকে পরামর্শ গিলক্রিস্টের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০৪:৫৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রিশভ পন্থকে মহেন্দ্র সিং ধোনির মতো হওয়ার চেষ্টা না করার পরামর্শ দিয়েছেন অ্যাডম গিলক্রিস্ট। তাকে শুধু তার গুণগুলোকে নাড়াচাড়া করার উপদেশ দিয়েছেন তিনি। এটি করলেই ভারতীয় তরুণ উইকেটকিপারের সেরাটা বেরিয়ে আসবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি।
গিলক্রিস্ট বলেন, ধোনির কাছ থেকে শিখো পন্থ। মাহির মতোই খেলতে হবে- এ কথা মাথা থেকে ঝেড়ে ফেল। এর কোনো মানে নেই। তুমি তোমার চেষ্টাটা চালিয়ে যাও।
ইংল্যান্ড বিশ্বকাপের পর নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে রেখেছেন ধোনি। তার শূন্যস্থান পূরণে উদীয়মান উইকেটরক্ষক পন্থকে বেছে নিয়েছেন নির্বাচকরা। কিন্তু বিশ্বকাপের পরবর্তী সীমিত ওভারের সিরিজগুলোতে তার পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে দলকে বিপদে ফেলার জন্য সমালোচিতও হয়েছেন তিনি।
এ অবস্থায় ধোনির সঙ্গে পন্থের তুলনা টানতে শুরু করেছেন অনেকে। তবে তুলনায় নারাজ গিলক্রিস্ট। তার মতে, ধোনির মতো হওয়ার প্রয়োজন নেই পন্থের। বরং সিং'র কাছ থেকে শিখতে পারে সে।
অজি কিংবদন্তির দাবি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে শতরান করা পন্থ যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার। তার ওপর অযথা চাপ প্রয়োগ না করে তাকে স্বাভাবিক ছন্দে খেলতে দেয়া উচিত বলে মনে করেন তিনি।
