টি-টোয়েন্টিতে ইংলিশ ব্যাটসম্যানদের নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ১২:৪৮ পিএম
টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করা ডেভিড মালানকে অভিনন্দন জানাচ্ছেন ইয়ন মরগান। ছবি: টুইটার
|
ফলো করুন |
|
|---|---|
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে জুটির বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালান ও ইয়ন মরগান। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে ১৮২ রানের জুটির রেকর্ড গড়েন তারা।
এর আগে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে সর্বোচ্চ ১৫২ রানের জুটির রেকর্ড গড়েন মরগান। নিজের গড়া সেই রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করলেন মরগান।
শুক্রবার নিউজিল্যান্ডের নেপিয়ারে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ খেলায় ব্যাটিং তাণ্ডব চালান ইয়ন মরগান ও ডেভিড মালান।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে দুই ওপেনার জনি বেয়ারস্টো ও টম বেনটন বিদায় নেয়ার পর ব্যাটিংয়ে ঝড় তোলেন মরগান-মালান। তাদের জুটির বিশ্বরেকর্ড গড়া ম্যাচে ২০ ওভারে ৩ উইকেটে ২৪১ রান করে ইংল্যান্ড।
দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেন ডেভিড মালান। তার ইনিংসটি ৫১ বলে ৯টি চার ও ৬টি ছক্কায় সাজানো। এছাড়া ৪১ বলে সাত চার ও সমান ছক্কায় ৯১ রান করেন মরগান।
