Logo
Logo
×

খেলা

মেসির ৬০০, শিরোপার পথে এগিয়ে গেল বার্সা

Icon

স্পোর্টস ডেস্ক,

প্রকাশ: ০৫ মার্চ ২০১৮, ০২:৫৮ এএম

মেসির ৬০০, শিরোপার পথে এগিয়ে গেল বার্সা

লিওনেল মেসির জাদুকরী গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ নিয়ে লা লিগায় ৩০ ম্যাচ অপরাজিত থাকল দলটি।  একই সঙ্গে স্প্যানিশ শীর্ষ লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে বেশ এগিয়ে গেল কাতালানরা।

লিগে সবশেষ ৫ ম্যাচে ৩টিই ড্র করেছিল বার্সা।  ফলে ৬ পয়েন্ট হারানোর সর্বোচ্চ ফায়দা লুটে ঘাড়ে চেপে বসেছিল অ্যাটলেটিকো। এদিন হেরে গেলেই দলটির সঙ্গে স্প্যানিশ জায়ান্টদের পয়েন্ট ব্যবধান হতো ২। তবে শেষ পর্যন্ত তা অন্ধকারেরই মুখ দেখেছে।

রোববার ক্যাম্প ন্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বার্সা। কিন্তু প্রতিপক্ষের গোলমুখ খুলছিল না। অবশেষে ২৬মিনিটে গোলের দেখা পায়  স্বাগতিকরা। এসময় প্রায় ২৫ গজ দূর থেকে কাঁটা কম্পাসে মাপা আগুন-গোলার গতির ফ্রি কিকে দলকে এগিয়ে দেন মেসি। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়েও তা রুখতে পারেননি গোলরক্ষক ইয়ান ওবলাক। শেষ পর্যন্ত এ গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আরনেস্টো ভালভার্দের দল।

চলতি লিগে ছোট ম্যাজিসিয়ানের এটি ২৪তম গোল। এর সুবাদে তার সাফল্যের মুকুটে যোগ হয়েছে নতুন পালক। এ নিয়ে ক্যারিয়ারে প্রথমবার টানা ৩ ম্যাচে ফ্রি কিক থেকে গোল করলেন তিনি। এরই সঙ্গে দেশ ও ক্লাব মিলিয়ে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ভিনগ্রহের ফুটবলার।

এখন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি।  বার্সেলোনা ও আর্জেন্টিনা ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা তিনি।  সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৫৩৯ ও দেশের হয়ে ৬১ গোল করেছেন ৩০ বছর বয়সী ফুটবলার।

প্রথমার্ধে পাত্তা না পেলেও দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ায় অ্যাটলেটিকো। মাঝে মধ্যেই পাল্টা আক্রমণে ওঠে এসেছে অতিথিরা। তবে স্বার্থ হাসিল হয়নি। এ ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন তাদের আক্রমণভাগের দুই কর্ণধার অঁতোয়ান গ্রিজম্যান ও ডিয়েগো কস্তা।

এ জয়ে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আরও গেঁড়ে বসল বার্সা। ৬১ পয়েন্ট শিরোপার দৌড়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

লিওনেল মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম