Logo
Logo
×

খেলা

ইমার্জিং এশিয়া কাপ: শিরোপা জিততে বাংলাদেশের দরকার ৩০২

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০৮:০০ এএম

ইমার্জিং এশিয়া কাপ: শিরোপা জিততে বাংলাদেশের দরকার ৩০২

ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিততে বাংলাদেশের দরকার ৩০২ রান। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩০১ রানের বড় সংগ্রহ গড়েছে পাকিস্তান দল।

শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে তার এ সিদ্ধান্ত যৌক্তিক প্রমাণ করেন বোলার সুমন খান। দ্রুত প্রতিপক্ষের টপঅর্ডারের ২ উইকেট তুলে নেন তিনি। তবে সেই রেশ ধরে রাখতে ব্যর্থ হন বাকি বোলাররা।

ফলে ঘুরে দাঁড়ায় পাক দল। শতরানের জুটি গড়েন দুই মিডলঅর্ডার ব্যাটসম্যান রোহাইল নাজির ও ইমরান রফিক। ব্যক্তিগত ৬২ রান করে মেহেদী হাসানের শিকার হয়ে ফেরেন ইমরান। 

তবে দুর্দান্ত ব্যাটিং করে টুর্নামেন্টে আরো একটি সেঞ্চুরি হাঁকান নাজির। তার ১১১ বলে ১২ চার ও ৩ ছক্কায় অনবদ্য ১১৩ এবং শেষদিকে শাকিল-খুশদিলদের দারুণ ফিনিশিংয়ে ৬ উইকেটে ৩০১ রানের পাহাড় গড়ে পাকিস্তান। শাকিল ৪২ ও  খুশদিল করেন ঝড়ো ২৭ রান।   

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুমন খান। এছাড়া হাসান মাহমুদ ২ ও মেহেদী হাসান ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ৩০১/৬ (৫০)

রোহাইল নাজির ১১৩, ইমরান রফিক ৬২

সুমন খান ৩/৭৫, হাসান মাহমুদ ২/৫৫।

বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম