ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির পর বোলিংয়ে ৩ উইকেট দ্রাবিড়পুত্রের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৬:১৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
একেবারে যেন বাপ কা বেটা! সেই ধৈর্য, সেই অধ্যবসায়। ২২ গজে দাপট রাহুল দ্রাবিড়পুত্রের। অনূর্ধ্ব-১৪ রাজ্য স্তরের প্রতিযোগিতায় দ্য ওয়ালপুত্র সমিত হাঁকিয়েছে ডাবল সেঞ্চুরি।
কর্নাটকের অঞ্চলভিত্তিক প্রতিযোগিতার ম্যাচে ভাইস প্রেসিডেন্ট একাদশের হয়ে ২৫০ বলে ২০১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছে সমিত। ২২ চারে ইনিংসটি সাজায় সে। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে অনবদ্য ৯৪ রানে অপরাজিত থাকে ও।
অনূর্ধ্ব-১৪ দলে অধিনায়কের ভূমিকায় খেলছে রাহুলপুত্র। শুধু ব্যাটেই নয়, বোলিংয়েও নজর কেড়েছে সে। দ্বিতীয় ইনিংসে ২৬ রান খরচ করে ৩ উইকেট নেয় সমিত।শেষ পর্যন্ত ধারওয়ার্ড জোনের বিপক্ষে তার দলের এ ম্যাচ ড্র হয়েছে।
এর আগে ২০১৫ সালে অনূর্ধ্ব-১২ ক্রিকেটে নিজের স্কুল দলের হয়ে তিনবার ম্যাচে জেতানো হাফসেঞ্চুরি করে সংবাদের শিরোনামে আসে সমিত। এর পর ২০১৬ সালে বেঙ্গালুরু ইউনাইটেড ক্রিকেট ক্লাবের হয়ে ১২৫ রানের ইনিংস খেলে সে। চতুর্থ উইকেটে সতীর্থ প্রত্যুশের সঙ্গে ২৪৬ রানের জুটি গড়ে ও।
