Logo
Logo
×

খেলা

এক ধাক্কায় আইপিএলের পুরস্কারমূল্য অর্ধেক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১০:২৫ এএম

এক ধাক্কায় আইপিএলের পুরস্কারমূল্য অর্ধেক

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খরচ কমাতে চাইছে। ফলে আইপিএলের পুরস্কারমূল্য কমছে।  গেলবারও চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২০ কোটি টাকা। কিন্তু এবার এক ধাক্কায় তা অর্ধেক হয়ে যাচ্ছে। ২০২০ আইপিএলজয়ী দল পাবে ১০ কোটি টাকা।

২০১৯ সালে রানার্সআপ দলকে দেয়া হয়েছিল ১২.‌৫ কোটি টাকা। এ বছর তারা পাবে ৬.‌২৫ কোটি টাকা। আর কোয়ালিফায়ার থেকে ছিটকে যাওয়া দুদল পাবে ৪ কোটি ৩৭৫ লাখ টাকা করে, যা আগের তুলনায় ঢের কম। গ্রুপপর্বে খেলা দলগুলোও অতীতের চেয়ে এবার কম অর্থ পাবে।

বিসিসিআই ইতিমধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে এসব বার্তা পাঠিয়ে দিয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড জানিয়েছে, খরচ কমানোর জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিসিসিআই জানিয়েছে, আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিগুলো।  পাশাপাশি আয় বাড়ানোর জন্য তাদের কাছে স্পনসরশিপ ছাড়াও একাধিক উপায় রয়েছে। তাই আইপিএলের পুরস্কারমূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

যেসব রাজ্য ক্রিকেট সংস্থাগুলো আইপিএল ম্যাচ আয়োজন করবে, তাদের ম্যাচ পিছু এক কোটি টাকা দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর বিসিসিআই দেবে ম্যাচ পিছু ৫০ লাখ টাকা।

এরই মধ্যে বোর্ড জানিয়েছে, ৮ ঘণ্টার কম দূরত্বে কোনো বিসিসিআই কর্মীকে আর বিমানে বিজনেস ক্লাসের টিকিট দেবে না। এ ছাড়া আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও এবার হবে না। আর্থিক খরচ কমাতেই এ সিদ্ধান্ত।  

এ থেকে বেঁচে যাওয়া অর্থ দেশের ক্রিকেট উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী।

তথ্যসূত্র: এনডিটিভি/আজকাল

আইপিএল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম