Logo
Logo
×

খেলা

বৃষ্টিতে ভেসে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০৩:০৯ পিএম

বৃষ্টিতে ভেসে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে

বৃষ্টির কারণে ভেস্তে গেলে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি। বৃষ্টি উপেক্ষা করেই দর্শকরা এসেছিলেনও খেলা দেখতে। কিন্তু তাদের ফিরতে হল হতাশা নিয়ে।

ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

ধর্মশালায় গত দুই দিনের মতো এদিনও বৃষ্টি হয়েছে। কাভার সরানোই সম্ভব হয়নি। হয়নি টসও। বিকাল ৫ টার একটু পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় এদিনই ভারতের আসন্ন সব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে সেদেশের সরকার। লখনৌয়ে রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে উভয় দল। 

সূত্র: ক্রিকইনফো

 

ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম