ইডেন গার্ডেন্সে করোনা চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রস্তাব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ০১:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, সরকার যদি চায় তাহলে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সের ইনডোর এবং ডরমিটরিতে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপন করতে পারে।
করোনাভাইরাস মোকাবিলায় ইতিমধ্যেই হাওড়ার ডুমুরজোলা ইনডোর স্টেডিয়াম হাসপাতাল হিসেবে গড়ে তুলেছে সরকার। প্রয়োজনে আরও স্টেডিয়াম নেয়া হবে। সেই জন্যই ইডেন নিয়ে আগাম বার্তা দিয়ে রাখলেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইটকে জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক বলেছেন, যদি সরকার আমাদের সঙ্গে কথা বলে, তাহলে আমরা ইডেনে সমস্ত রকম সুযোগ-সুবিধা উজাড় করে দেব। এ নিয়ে কোনো সমস্যা হবে না।
প্রসঙ্গত, করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া ভাইরাসের প্রভাব বাংলাদেশেও পড়েছে। ইতিমধ্যে ভারতে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ৫৬২ জন।
