পাকিস্তান ক্রিকেট বোর্ডের লোগো। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় প্রধানমন্ত্রীর কোভিড-১৯ প্যান্ডেমিক রিলিফ ফান্ডে ১ কোটি ৫ লাখ ৩৬ হজার ৫০০ রুপি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা।
গত ২৫ মার্চ পিসিবি ঘোষণা করেছিল ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা জরুরি ত্রাণ তহবিলে সম্মিলিতভাবে অবদান রাখবে। ইতিমধ্যে তারা রেখেছেনও। আর ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা আলাদাভাবে এই সংকটে অবদান রাখার চেষ্টা করবে বলে জানিয়েছিল। সেই ঘোষণার বাস্তবায় হল শনিবার।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, আমি কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ সব খেলোয়াড় এবং পিসিবি কর্মীদের প্রধানমন্ত্রীর কোভিড-১৯ ফান্ডে অনুদান দেয়ার জন্য ধন্যবাদ জানাই। দেশের এই কঠিন সময়ে আমরা আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রার্থনা করছি। আশা করি তাদের প্রচেষ্টায় আমরা এই মহামারী কাটিয়ে উঠতে পারব।
পাকিস্তানের আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রী ডা. ফাহমিদা মির্জা বলেছেন, দেশের শীর্ষস্থানীয় সংস্থা তথা ক্রিকেট বোর্ড এই মহামারীর সময়ে অনুদানের মাধ্যমে আমাদের চিকিৎসক যোদ্ধাদের পাশাপাশি সুবিধাবঞ্চিতদের সহায়তা করতে সাহায্য করেছে। সরকারের পক্ষ থেকে আমি পিসিবিকে ধন্যবাদ জানাই।
