|
ফলো করুন |
|
|---|---|
ক্রিকেট থেকে অবসরে গিয়ে ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নিয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার মাইকেল হোল্ডিং। ১৯৯৯ সাল থেকে টানা ২১ বছর ক্রিকেট কমেন্ট্রিতে যুক্ত ছিলেন এ কিংবদন্তি ক্রিকেটার।
কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ধারাভাষ্য থেকেও বিদায়ের ঘোষণা দিলেন ক্যারিবীয় ৬৬ বছর বয়সী সাবেক এ তারকা ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে সর্বাপেক্ষা দ্রুতগতির সাবেক এ তারকা পেসার সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন, আমার বয়স এখন ৩৬, ৪৬ বা ৫৬ নয়। ৬৬তে পড়েছি। এই বয়সে ক্রিকেট ধারাভাষ্য দিতে আর ভালো লাগছে না। যাদের সঙ্গে চুক্তি আছে, তাদের আমি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এই বছর যদি একেবারেই ক্রিকেট না হয়, তাহলে আগামী বছর টুকটাক করব। তারপর ধারাভাষ্য থেকে পুরোপুরি সরে যাব।
গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সময় ধারাভাষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর সমালোচনা করেছিলেন মাইকেল হোল্ডিং। বিষয়টা ভালোভাবে নেয়নি আইসিসি। হোল্ডিং নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন। সে কারণেই হয়তো ধারভাষ্য থেকে সরে যাচ্ছেন তিনি।
