Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ জয়ের পর আমার জীবন বদলে গেছে: মরগান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৩:২৭ পিএম

বিশ্বকাপ জয়ের পর আমার জীবন বদলে গেছে: মরগান

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান বলেছেন, মানুষ ট্রফি জিততে ভালোবাসে। বিশ্বকাপ জয়ের পর আমাদের দেশে ক্রিকেটের গুরুত্ব অনেক বেড়েছে। আমার জীবনও বদলে গেছে। লোকে এখন আমাকে অনেক বেশি চেনে। 

মরগানের নেতৃত্বে গত বছর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ড। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপও ঘরে তুলতে চান ইংলিশ অধিনায়ক। 

ইয়ন মরগান বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখনও একসঙ্গে কোনো দল জিততে পারেনি। এটা একটা দরুণ চ্যালেঞ্জ। বাস্তবতা চিন্তা করলে, পরের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি জিততে পারলেও তা হবে অসাধারণ কিছু। 

৩৩ বছর বয়সী ইংলিশ এ তারকা ব্যাটসম্যান আরও বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী দুই আসরই দেশের বাইরে হবে। অস্ট্রেলিয়াতে সবকিছু থাকবে অস্ট্রেলিয়ার পক্ষে আর ভারতে থাকবে ভারতের ফেভারে। আমাদের দুটি বিশ্বকাপ জয়ের টার্গেট নিয়ে খেলতে হবে। 

ইংল্যান্ডের হয়ে ২৩৬ ম্যাচে ১৩টি সেঞ্চুরির সাহায্যে ৭৩৬৮ রান সংগ্রহ করা মরগান আরও বলেন, বিশ্বকাপ জয়ের পর আমাদের দেশে খেলাটার কদর উল্লেখ যোগ্যরকম বেড়েছে। রাস্তায় বা ক্যাফেতে গেলে লোকে আমাকে দেখলে ছুটে আসছে। শুধু দেশেই নয়, আমরা যখন ছুটিতে কোথায় ঘুরতে যাই বা কোনো টেনিস ম্যাচ দেখতে গেলে সেখানেও একই চিত্র।

ইয়ন মরগান ক্রিকেটার ইংল্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম