Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে খেলা সেই ম্যাচের ভিডিও এখনও দেখেন ভারতীয় অলরাউন্ডার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৫:৪৫ এএম

বাংলাদেশের বিপক্ষে খেলা সেই ম্যাচের ভিডিও এখনও দেখেন ভারতীয় অলরাউন্ডার

বাংলাদেশের বিপক্ষে খেলা একটি ম্যাচ চিরস্মরণীয় হয়ে থাকবে ভারত দলের স্টুয়ার্ট বিনির। সময় পেলেই নাকি ওই ম্যাচের ভিডিও দেখেন এই ভারতীয় অলরাউন্ডার।

ম্যাচটিকে নিজের জীবনের সেরা হতেই পারে। কারণ ওই ম্যাচেই দেশের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি গড়েছিলেন বিনি। 

ভেঙেছিলেন ২১ বছর ধরে অক্ষুণ্ন থাকা স্পিনার অনিল কুম্বলের রেকর্ড।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হয়েছিল ২০১৪ সালের জুন মাসে। যেদিন বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। 

অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করে ২৮ রানে ৫ উইকেট নিয়ে ভারতীয় ইনিংস গুঁড়িয়ে দেন তাসকিন। বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের দলকে ১০৫ রানে গুটিয়ে দিয়েছিলেন তরুণ এ পেসার। 

কিন্তু পরের ইনিংসে টাইগারদের হাওয়ায় উড়িয়ে দেন স্টুয়ার্ট বিনি।  ৪.৪ ওভার বল করে মাত্র ৪ রানে ৬ উইকেট নিয়ে টাইগারদের ৫৮ রানে প্যাকেট করে দেন তিনি। 

১০৫ রানের টার্গেট ছুঁতে গিয়ে ৪৭ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে খেলা সেই ম্যাচটি তাই হৃদয়ে গেঁথে রেখেছেন স্টুয়ার্ট বিনি। ক্যারিয়ারে এটিই তার সবচেয়ে বড় সাফল্য। 

ওই ম্যাচের স্মৃতিচারণ করে সম্প্রতি স্পোর্টস ক্রীড়ার সঙ্গে সাক্ষাৎকারে  স্টুয়ার্ট বিনি বলেন, ‘সত্যি করে বলতে– ওই ম্যাচের ভিডিও দেখলে এখনও আমার মন উদ্বেলিত হয়। গায়ের লোম দাঁড়িয়ে যায়। আসলে একজন ক্রিকেটারের জন্য এর চেয়ে ভালো দিনের কথা আর ভাবা যায় না। এটি এমন একটি ম্যাচ ছিল, যাতে আমরা খুব বেশি রান করতে পারিনি, প্রথম বল থেকেই চাপে ছিলাম।’

নিজের সাফল্যের বিষয়ে স্টুয়ার্ট বিনি বলেন, ‘পিচে কিছুটা আর্দ্রতা ছিল, যেটি আমার বোলিংয়ের সঙ্গে মানিয়ে যায়। ওই দিনের উইকেটটা আমার বোলিংয়ের সঙ্গে এতটাই মানানসই ছিল, এর চেয়ে ভালো আর হতে পারত না।’

ভারতীয় অলরাউন্ডার যোগ করেন, ‘অনিল ভাইয়ের রেকর্ড ভাঙা ছিল আমার জন্য বিশেষ কিছু। পুরস্কার বিতরণী মঞ্চে ওঠার আগে আমি জানতামই না রেকর্ডটা ভেঙেছি। ম্যাচের পর পরই তিনি আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। অনিল ভাইয়ের মতো আমিও কর্নাটকের। তাই তিনি লিখেছিলেন- কর্নাটকের কেউ রেকর্ডটা ভেঙেছে দেখে খুব ভালো লাগছে।’
 

স্টুয়ার্ট বিনি বাংলাদেশ ভারত ম্যাচ তাসকিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম