Logo
Logo
×

খেলা

আইপিএলে যোগ দিতে জাতীয় দলকে ‘না’!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ০৯:২৮ এএম

আইপিএলে যোগ দিতে জাতীয় দলকে ‘না’!

আগামী মাসের শুরুতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে এ সফর আগামী ১৬ সেপ্টেম্বর শেষ করবে অস্ট্রেলিয়া। 

তবুও এমন গুরুত্বপূর্ণ সফরে থাকছেন না অস্ট্রেলিয়ার পেস বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য জাতীয় দলের এই সফরকে সরাসরি না করে দিয়েছেন তিনি!

কেননা এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্বে চুক্তিবদ্ধ হয়েছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। আর সেই দায়িত্ব পালনের জন্য ইংল্যান্ড সফরে যেতে পারবেন না তিনি। 

ম্যাকডোনাল্ডের বদলে ইংল্যান্ড সফরে দায়িত্ব পেয়েছেন ট্রেন্ট উডহিল। 

জানা গেছে, আইপিএল মিশনে অংশ নিতে আগামী ২০ আগস্ট আরব আমিরাতে চলে যাবে রাজস্থান রয়্যালস। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন ম্যাকডোনাল্ড। 

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো
 

অস্ট্রেলিয়া ইংল্যান্ড আইপিএল অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম