Logo
Logo
×

খেলা

দেশের চেয়ে আইপিএল খেলা বেশি কঠিন: মুরালিধরন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ১২:১২ পিএম

দেশের চেয়ে আইপিএল খেলা বেশি কঠিন: মুরালিধরন

জাতীয় দলের চেয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা বেশি কঠিন বলে মন্তব্য করেছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

সম্প্রতি ভারতের তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের সঙ্গে একটি শোতে অংশ নিয়ে মুরালি বলেন, দেশের চেয়েও আইপিএলে খেলা বেশি কঠিন।

শ্রীলংকার হয়ে ১৩৩ টেস্টে ৮০০ উইকেট আর ৩৫০ ওয়ানডেতে ৫৩৪ উইকেট শিকার করেন মুত্তিয়া মুরালিধরন। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯৫ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ৩৪৭ উইকেট শিকার করেন মুত্তিয়া মুরালিধরন।

লংকান এ কিংবদন্তি বলেছেন, আইপিএলে মাত্র চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারে। দলের পরিকল্পনা ও কম্বিনেশন এখানে খুব বড় ব্যাপার। আমাকেও অনেক ম্যাচে বাইরে বসে থাকতে হয়েছে। একাদশে সুযোগ পেতে লড়াইও করতে হয়েছে। কিন্তু আমি কখনও হতাশ হইনি। কারণ, এটাও খেলার অংশ। আমার বিশ্বাস ছিল নিজেকে প্রমাণ করতে পারলে, দলে আবারো সুযোগ আসবে।

আইপিএলের শুরু থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আট মৌসুমে ধারাবাহিক খেলেছেন মুত্তিয়া মুরালিধরন।

প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ১৩তম আসর।

মুরালিধরন আইপিএল খেলা কঠিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম