Logo
Logo
×

খেলা

ওয়াকার ইউনুসের বাবা আর নেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৫ পিএম

ওয়াকার ইউনুসের বাবা আর নেই

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও দলটির বর্তমান বোলিং কোচ ওয়াকার ইউনুসের বাবা মোহাম্মদ ইউনুস আর নেই। 

শনিবার লাহোরের একটি হাসপাতালে মারা যান ওয়াকারের বাবা মোহাম্মদ ইউনুস।

ইংল্যান্ড সফর শেষে সরাসরি অস্ট্রেলিয়ায় চলে যান পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস। সিডনিতে সপরিবারে থাকেন পাকিস্তানি সাবেক এই ফাস্ট বোলিং লিজেন্ড। রোববার সন্ধ্যায় ওয়াকারের লাহোরে পৌঁছার কথা।

ওয়াকার ইউনুস পাকিস্তানের হয়ে ১৯৮৯ সালের অক্টোবর থেকে ২০০৩ সালের মার্চ পর্যন্ত খেলেছেন। জাতীয় দলের হয়ে ৮৭টি টেস্ট আর ২৬২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে শিকার করেন ৭৮৯ উইকেট। 

ক্রিকেট থেকে অবসরে কোচিংকে পেশা হিসেবে বেছে নেন ইউনুস। দীর্ঘদিন ধরেই পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন সাবেক এই তারকা পেস বোলার।  

ওয়াকার ইউনুসের বাবা আর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম