Logo
Logo
×

খেলা

পোল্যান্ডের সঙ্গে ড্র করেও শীর্ষে ইতালি (ভিডিও)

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৯:৫৯ এএম

পোল্যান্ডের সঙ্গে ড্র করেও শীর্ষে ইতালি (ভিডিও)

উয়েফা নেশন্স লিগে  ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইতালি।

এতে শীর্ষস্থান হারাতে হয়নি ইতালির। 

রোববার রাতে ইতালি শুরু থেকে চেপে ধরে পোল্যান্ডকে।  দশম মিনিটে আন্দ্রেয়া বেলোত্তির দুর্দান্ত ক্রসে ডি বক্সে বল পান ফেদেরিকো চিয়েসা। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া হয় তার।  বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।  এভাবেই পুরো ম্যাচে পোল্যান্ডের গোলপোস্টে ১৬টি শট নিয়েছে ইতালি।  একটিও কাজে লাগেনি।  বল দখলের লড়াইয়ে ৬১ শতাংশ সময় এগিয়ে থেকেও গোলের মুখ খুলতে পারেননি ইতালির ফরোয়ার্ডরা।  

পোল্যান্ড ৩৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলে শট করে মাত্র তিনটি।

এই ম্যাচের পর তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ইতালি ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।  ৪ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস দ্বিতীয় স্থানে।

পোল্যান্ডের পয়েন্ট ৩, বসনিয়ার পয়েন্ট ২।

ম্যাচের হাইলাইটস দেখুন-


 

পোল্যান্ড ইতালি গোলশূন্য ড্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম