|
ফলো করুন |
|
|---|---|
সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে একধাপ এগিয়েছে তুরস্ক। ১৪৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বর পজিশনে উঠে এসেছে তুরস্ক।
র্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিওনেল মেসিদের আর্জেন্টিনার। ১৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আট থেকে সাত নম্বর পজিশনে উঠে এসেছে ম্যারাডোনার শিষ্যরা।
ইতালি ও ম্যাক্সিকো দুইধাপ এগিয়েছে। জার্মানি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক একধাপ এগিয়েছে। তবে পাঁচধাপ অবনমন হয়েছে কলম্বিয়ার। সাতধাপ এগিয়েছে হাঙ্গেরি।
ফিফার র্যাংকিংয়ে তিনধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। আগে বাংলাদেশ ছিল ১৮৭ নম্বর পজিশনে। তিনধাপ এগিয়ে জামাল ভূঁইয়ারা এখন ১৮৪-তে উঠে এসেছে। ৯১৪ থেকে ৬ বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯২০।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দশে আছে- বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, উরুগুয়ে, ম্যাক্সিকো ও ইতালি।
