Logo
Logo
×

খেলা

ইব্রার ৫০০ (ভিডিও)

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২১ এএম

ইব্রার ৫০০ (ভিডিও)

বয়সকে সংখ্যা বানিয়ে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন বুড়ো জ্লাটান ইব্রাহিমোভিচ। তরুণ তারকারাও তার বুড়ো হাড়ের ক্ষিপ্রতার কাছে ম্রিয়মাণ। তাকে ছাড়া মাঠে নামা যে কল্পনাই করতে পারে না ইতালির ক্লাব এসি মিলান। 

রোববার রাতে দারুণ এক মাইলফলক ছুঁলেন ইব্রাহিমোভিচ। ক্লাব ক্যারিয়ারে ৫০০ গোলের রেকর্ড গড়লেন ৩৯ বছর বয়সী এ তারকা। 

এদিন ক্রোতোনের বিপক্ষে জোড়া আঘাত হানেন ইব্রা। ৪-০ গোলের ব্যবধানে জিতে তার দল। এর মধ্যে দুটি গোল আসে ইব্রার পা থেকে। 

ম্যাচের ৩০তম মিনিটে বাঁ দিক দিয়ে ক্ষিপ্রগতিতে ডি-বক্সে ঢুকে ডান পায়ের উঁচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ইব্রা, যা ক্লাব ক্যারিয়ারে ৫০০তম গোল এই স্ট্রাইকারের। দ্বিতীয়ার্ধে ৬৪তম মিনিটে সতীর্থের নিচু ক্রসে ফের জালে বল জড়িয়ে নিজের ৫০১তম গোলটি করেন ইব্রা।

এর ছয় মিনিটের মধ্যে আরও দুটি গোল পায় মিলান। ৬৯ ও ৭০ মিনিটে জোড়া গোল করেন আন্তে রেবিক।

এ দুই তারকার জোড়া গোলে ক্রোতোনেকে ৪-০ গোলে উড়িয়ে দিল এসি মিলান।  

এ জয়ের পর লিগে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তারা তালিকার শীর্ষে উঠল এসি মিলান। ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। 

২০ বছরেরও বেশি সময় ধরে মাঠ মাতিয়ে চলেছেন সুইডিশ ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচ।  ক্যারিয়ারে প্রথম গোলটি করেছিলেন ১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমোর হয়ে। সে ক্লাবের হয়ে ১৮ গোল করেন।  এর পর আয়াক্সের হয়ে ৪৮, জুভেন্টাসের হয়ে ২৬, ইন্টার মিলানের হয়ে ৬৬ গোল করেন ইব্রা।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়ও খেলেছেন ইব্রা। বার্সার হয়ে ২২ গোল করেছেন। পিএসজির হয়ে ১৫৬, ম্যানইউর হয়ে ২৯, এলএ গ্যালাক্সিতে ৫৩ গোল করেছেন। এসি মিলানের হয়ে ইব্রা এখনও পর্যন্ত ৮৩ গোল জমা করেছেন ঝুলিতে।

চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচে ১৬ গোল করেছেন ইব্রাহিমোভিচ। 

 

তথ্যসূত্র: গোল ডট কম
 

ইব্রাহিমোভিচ গোল এসি মিলান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম