Logo
Logo
×

খেলা

আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হবেন সাকিব, ভারতীয় ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৮ এএম

আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হবেন সাকিব, ভারতীয় ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রকাশিত তালিকায় ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথের মতো ১১ জন তারকা ক্রিকেটারের সঙ্গে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যে রয়েছে সাকিবের নাম।

তবে ভারতের সাবেক পেসার আশিষ নেহরা মনে করেন, আইপিএলের এবারের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হবেন সাকিবই। দুই কোটি রুপি ভিত্তিমূল্যের সাকিবকে কেনার জন্য ইতিমধ্যে আগ্রহী একাধিক দল। দর কষাকষির পর সাকিবের দামই হবে এবারের আইপিএলে সবচেয়ে বেশি।

স্টার স্পোর্টসকে এক সাক্ষাৎকারে নেহরা বলেন, ‘আবারও আইপিএলের নিলাম শুরু হতে যাচ্ছে। আরও কিছু বড় নক্ষত্র নিয়ে আলোচনা হবে। গত আসরে ম্লান থাকার পরও এবারও চড়া দাম উঠতে পারে গ্লেন ম্যাক্সওয়েলের। তবে একটি নাম হয়তো শীর্ষে থাকবে। আমার ধারণা– তিনি হচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। হয়তো তিনিই হবেন এবারের নিলামের সবচেয়ে দামি খেলোয়াড়। ’

এমন ভবিষ্যদ্বাণীর পেছনের যে কারণ উল্লেখ করলেন এ ভারতীয় পেসার ‘ সাকিব যে কোনো দলকে ভারসাম্য এনে দিতে পারে।’ 

এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব। তবে নিষেধাজ্ঞার কারণে আইপিএলের সর্বশেষ আসরে খেলতে পারেননি তিনি। 

কিন্ত ২০১৯ বিশ্বকাপে সাকিবের অতিমানবীয় পারফরম্যান্সের বিষয় ভালোই মনে রেখেছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। যে কারণে তাকে দলে ভেড়াতে এখনই টানাটানির লড়াইয়ে নেমেছেন তারা।

জানা গেছে, আইপিএলের নিলামে শুরুর দিকেই নাম উঠবে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। নিলামের ২ নম্বর সেটে থাকছে তার নাম।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় চেন্নাইয়ে শুরু হবে আইপিএল ২১-এর নিলাম কার্যক্রম।  সাকিবসহ বাংলাদেশের ক্রিকেটভক্তদের চোখ ঘড়ির কাঁটায়।

আইপিএল সাকিব নেহরা দামি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম