|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে যেন পেয়ে বসেন নেটিজেনরা। প্রায় সময়ই তাকে নিয়ে বিদ্রূপে মেতে উঠেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। মাঝেমধ্যে বিশ্রি মন্তব্যও শুনতে হয় তাকে।
এসব বিদ্রূপাত্মক আক্রমণগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খায় । নেটিজেনদের মধ্যে কেউ কেউ তাকে ‘স্যার’ ও ‘লর্ড’ বলে ব্যঙ্গ করেন। এসব ব্যঙ্গ চোখ এড়ায় না মিঠুনের।
এবার এমন সব নেতিবাচক মন্তব্য ও সাইবার বুলিংয়ের বিষয়ে মুখ খুললেন সিলেটের এ জাতীয় দলের তারকা।
এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিঠুন বলেন, ‘সত্যি বলতে— আমি এসব মন্তব্য আমলে না নেওয়ার চেষ্টা করি। যতটুকু পারি আমি এ বিষয়গুলো এড়িয়ে চলি। তবে এসব ব্যঙ্গকারীর উদ্দেশে বলতে হয়— আজকে আমি যে জাতীয় দলের হয়ে খেলছি, যারা আমাকে ‘স্যার’ বা লর্ড’ বলছেন, তারা আমাকে এখানে আনেননি। বাংলাদেশ দলে সুযোগ পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এটি অর্জন করা অতো সহজ নয়। অনেক লম্বা সময় ক্রিকেট খেলার পর বাংলাদেশ দলে সুযোগ পেয়েছি।’
অবশ্য এতে মন খারাপ হলেও হতাশ হন না বলে জানান মিঠুন। বললেন, ‘আমাদের দেশে ইতিবাচক আলোচনার চেয়ে নেতিবাচক আলোচনা বেশি হয়। আমরা ইতিবাচক আলোচনা কম করি। বন্ধুদের সঙ্গে আড্ডায় দেখা যায় বেশিরভাগ সময় নেতিবাচক আলোচনা করতে বেশ পছন্দ করি।’
তাই এসব নিন্দা, ব্যঙ্গ-বিদ্রূপ আমলে না নিয়ে ক্রিকেটে কীভাবে ভালো করা যায়, তা নিয়ে ভাবতে চান জাতীয় দলের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
প্রসঙ্গত বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ১০ টেস্ট, ৩০ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে তার গড় ভালো নয়। সাদা জার্সিতে ১৮.৫ গড়ে রান সংগ্রহ করেছেন ৩৩৩টি। দুটি অর্ধশতক রয়েছে টেস্ট ক্যারিয়ারে। আর ৩০.১ গড়ে ওয়ানডেতে তার সংগ্রহ ৬৬৩। ৫০ ওভারের ম্যাচে ৬টি অর্ধশতক রয়েছে। টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ১২৭ রান।
ক্যারিয়ারে এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি ডানহাতি এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।
