ব্রাজিলকে ‘সেভেন আপ’ স্মৃতি মনে করালো জার্মানি (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২১, ০৮:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঘরের মাঠ এসপ্রিত এরেনায় দুর্বল প্রতিপক্ষ লাটভিয়াকে পেয়ে মহাখুশি হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
সোমবার রাতে লাটভিয়াকে ৭-১ গোলে হারিয়েছে তারা। আর এই স্কোরলাইন ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিল ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালের সেই ম্যাচটি।
ঐতিহাসিক সেই ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে তাদেরই মাঠে কাঁদিয়ে ছেড়েছিল জার্মানি। ৭-১ গোলে নাস্তানাবুদ হয়েছিল সেলেকাওরা। যা ফুটবল–সমর্থকদের কাছে ‘সেভেন আপ’ নামে পরিচিত।
সোমবারের ম্যাচটি যেন ২০১৪ বিশ্বকাপের ম্যাচটিই ফিরিয়ে আনল জার্মানরা। এ বেলায় প্রতিপক্ষ লাটভিয়া।
এদিন ম্যাচে দেখা গেছে জার্মানির একচ্ছত্র আধিপত্য। ৭৫ ভাগ সময়ে বল দখলে ছিল তাদের। পুরো ম্যাচে ২৪টি শট নিয়েছে জার্মানি, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে।
অন্যদিকে লাটভিয়া মাত্র ৩টি শট নিতে পারে, যার মধ্যে একটি লক্ষ্যে ছিল এবং সেটিই হয়েছে গোল।
জার্মানির পক্ষে ৭ গোল করেছেন আলাদা সাতজন। কয়েক মিনিট বিরতি দিয়ে দিয়ে গোলগুলো এসেছে।
১৯ মিনিটে প্রথম গোলটি করেন রবিন গোসেনস। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইলকেয় গুন্দোগান। ২৭তম মিনিটে গোলটি করেন থমাস মুলার।
৩৯ মিনিটে রবার্ট অজলসের আত্মঘাতী গোলে জার্মানির পক্ষে এক হালি পূরণ হয়। বিরতির আগ মুহূর্তে (৪৫তম মিনিটে) ব্যবধান ৫-০ করেন সার্জিও জিনাব্রি।
দ্বিতীয়ার্ধে নেমে পাঁচ মিনিট পার হওয়ার আগেই ম্যাচের ৬ষ্ঠ গোলটি আসে টিমো ওয়ার্নারের পা থেকে।
৭৫ মিনিটে হতাশায় ডুবে থাকা দল লাটভিয়াকে সান্ত্বনার এক গোল উপহার দেন সেভেলজেবস। কিন্তু সেই গোল উদযাপন এক মিনিটের মধ্যেই তাদের চুপ করিয়ে দেন জার্মানির লেরয় সানে।
লেরয় সানের গোলের পর কোনোমতে রক্ষণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে লাটভিয়া। রেফারির শেষ বাঁশিতে ৭-১ ব্যবধানে মাঠ ছাড়ে দুই দল।
এই ম্যাচকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা চলছে। যেখানে লাটভিয়ার নামই মুখে আনছেন না ফুটবপ্রেমীরা।
২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ব্রাজিল যে ৭ গোল হজম করেছিল সেই ইতিহাসকে টানছেন তারা।
অনেকে ব্রাজিল সমর্থকদের কটাক্ষ করেছেন জার্মানি-লাটভিয়ার স্কোরলাইন দেখিয়ে। সেভেনআপ লিখে উপহাস করছেন।
যদিও একটি প্রীতি ম্যাচের স্কোর দিয়ে বিশ্বকাপ ম্যাচের লড়ায়ের তুলনা দেয়ার সুযোগ নেই। কিন্তু তা কি আর মানেন জার্মানি, আর্জেন্টিনাভক্তরা! ব্রাজিলভক্তদের একহাত নিতে সুযোগের হাতছাড়া করেননি তারা।
স্কোরলাইন ৭-১ আর বিজয়ী দলটি জার্মানি হওয়ায় ব্রাজিলের সেই মিনেইরো ট্রাজেডির কথাই মনে এসেছে বেশিরভাগ ফুটবলপ্রেমীর।
ম্যাচ হাইলাইটস দেখুন -
