|
ফলো করুন |
|
|---|---|
বৃষ্টিতে ভেসে গেল তামিম ইকবালদের ম্যাচ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচ।
রোববার নেপালের কীর্তিপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পোখরা রাইনোজ। প্রথম ম্যাচে বাংলাদেশ দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে রেখেই একাদশ সাজায় ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স।
ম্যাচের একাদশ ওভারে বৃষ্টি হানা দিলে আর খেলা সম্ভব হয়নি। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বৃষ্টি বাগড়া দেওয়ার আগে ভালো অবস্থানে ছিল ভৈরাওয়া। তাদের দুর্দান্ত বোলিংয়ে পোখরা ৬৫ রান তুলতেই হারিয়ে ফেলে ৭ উইকেট।
হাঁটুর চোটের কারণে বাংলাদেশের সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। দীর্ঘদিন পর পেশাদার ক্রিকেটে ফিরলেন তামিম।
সংক্ষিপ্ত স্কোর:
পোখরা রাইনোজ: ১০.১ ওভারে ৬৫/৭ (লেভি ০, ধামালা ১, রাওয়াল ৬, বান্দারি ০, লোকেশ ০, গুনারত্নে ২৩, বিবেক ১৬*, উইলিয়ামস ০, বিক্রম ৭*; প্রসাদ ২-০-৪-১, দুর্গেশ ৩-১-১৬-৩, অবিনাশ ২-০-১১-১, আরিফ ২-০-১৩-০, তুল বাহাদুর ১.১-০-১৮-১)।
ফল: ম্যাচ পরিত্যক্ত।
