‘ফাইনালে পিস্তল নিলেও গুলি করতে ভুলে গিয়েছিল নিউজিল্যান্ড’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০৬:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হওয়ার পর ৩ দিন পেরিয়ে গেছে। তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেদিন নিউজিল্যান্ড দল কেন পেরে উঠল না তা নিয়ে এখনো বিশ্লেষণে ডুবে আছেন বোদ্ধারা।
নিউজিল্যান্ড দলের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, পিস্তল নিলেও গুলি করতে ভুলে গিয়েছিল কেইন উইলিয়ামসনের দল।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটে কিউইদের পরাজয়ের কারণে অনেকেই কেইন উইলিয়ামসনকে অভাগা বলছেন। কারণ ১৭২ রানের বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন কিউই অধিনায়ক। ৪৮ বলে ১০টি চার ও ৩ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৮৫ রান করেন উইলিয়ামসন।
জয় পেলে ম্যান অব দ্য ম্যাচ তারই হওয়ার কথা ছিল। কিন্তু সুপার টুয়েলভের ম্যাচের মতো সেদিন জ্বলে উঠেননি ব্ল্যাক ক্যাপসদের আর কেউই।
ফাইনালে ওঠার আগপর্যন্ত নিউজিল্যান্ড হেরেছিল শুধু পাকিস্তানের কাছে। সাউদি, ইশ শোধির বোলিংয়ে ভারতের মতো দল মাত্র ১১০ রানের বেশি করতে পারেনি।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন জিমি নিশাম ও ড্যারিল মিচেল। ফাইনালে তাদের ব্যাট কথা বলেনি সেভাবে।
আর বিষয়টি প্রকাশ করতে গিয়ে পিস্তল ও গুলির প্রসঙ্গ টানলেন ম্যাককালাম।
এই কিউই কিংবদন্তি বলেন, ‘আমি এটা বলতে চাই না যে নিউজিল্যান্ড ছুরি হাতে একটা বন্দুকযুদ্ধে গেছে। আমি বলব যে আমরা পিস্তলই নিয়ে গিয়েছিলাম, কিন্তু গুলি করিনি। আমরা একটু ভীতও ছিলাম। সুযোগটা হাতছাড়া করলাম, আমরা যে গুলিগুলো নিয়েছিলাম, সেগুলো ছুড়িনি।’
এ কথা বলে মারকুটে ওপেনার গাপটিলের সমালোচনা করেন ম্যাককালাম। বলেন, ‘আমি গাপটিলের কাছ থেকে আরেকটু ভালো ইনিংস আশা করেছিলাম। সে ফাইনালে ৩৫ বলে করেছে ২৮ রান, এটা মোটেই ভালো হয়নি। ওর ইনিংসটা ভালোমতো খেয়াল করলে দেখবেন ও প্রথম ১৬ রান করে ১৫ বলে, কিন্তু পরের ১২ রান করতে খরচ করে ফেলেছে ২০ বল। যে সময়ে ওর রানের গতি বাড়ানোর কথা ছিল, সে সময়ে তা না করে দলের শ্বাস নেওয়াই কঠিন করে তুলেছে ও। এই ইনিংসই আমাদের সেদিনের ব্যাটিং স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। অসিরা তো জয়টা আপনার হাতে তুলে দেবে না। এমন পরিস্থিতিতে আমি আমাদের দলকে আরেকটু আগ্রাসী দেখতে চেয়েছিলাম।’
তথ্যসূত্র: ফক্স স্পোর্টস
