Logo
Logo
×

খেলা

সেই ফেসবুক পোস্ট নিয়ে যা বললেন আকরাম খানের স্ত্রী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০৫:৪৯ পিএম

সেই ফেসবুক পোস্ট নিয়ে যা বললেন আকরাম খানের স্ত্রী

হঠাৎ ক্রিকেট পাড়ায় শোরগোল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান।

আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম সোমবার বিকেলে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেন আকরাম খান ক্রিকেট অপারেশন্স কমিটি ছাড়ছেন।

নিউজিল্যান্ডে এ মুহূর্তে অবস্থানরত বাংলাদেশ দলের খবরাখবর রেখে সবার চোখ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকে।

আকরাম খানের মোবাইল ফোন বন্ধ থাকায় এরপর মিডিয়া পাড়ায় চাঞ্চল্য আরো বাড়ে। 

এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে খোলাশা করেছেন সাবিনা আকরাম। 

বলেন, ‘হ্যাঁ, আমি কোনো মজা করে ফেসবুকে পোস্ট করেননি। ঘটনা সত্য। আকরাম খান সত্যিই আর ক্রিকেট অপস কমিটির চেয়ারম্যান পদে থাকতে নারাজ। পারিবারিকভাবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আকরাম খান যাতে নিজ সন্তান ও স্ত্রীকে আগের চেয়ে বেশি এবং ভালোমতো সময় দিতে পারেন, তাই এ সিদ্ধান্ত।’

সাবিনা আরও বলেন, ক্রিকেট অপস বিসিবির একটি খুবই গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি। এ পদে থাকলে সময়, শ্রম ও মনোযোগ দিতে হয় অনেক। যে কারণে আকরাম খান পরিবারকে কম সময় দিতেন। আগামীতে যাতে সে পরিবারকে বেশি সময় দিতে পারে, সেজন্যই পারিবারিকভাবে ক্রিকেট অপস কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত বুধবার হবে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। ধারণা করা হচ্ছে সেখানেই আকরাম খান তার কথা জানাবেন বিসিবি প্রধানকে।

আকরাম খান সাবিনা বিসিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম