Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের মাঝপথে যে সিদ্ধান্ত নিল বিসিসিআই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৩:১২ পিএম

বিশ্বকাপের মাঝপথে যে সিদ্ধান্ত নিল বিসিসিআই

ওয়েস্ট ইন্ডিজে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে যাওয়া ভারতীয় দলের পাঁচজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়মিত পরীক্ষায় করোনা ধরা পড়ার পর তাদের এখন বাধ্যতামূলক আইসোলেশনে রাখা হয়েছে। 

এখন দলের বাকি সদস্যদের মধ্যে যদি করোনা ছড়িয়ে পড়ে তাহলে বিশ্বকাপের মাঝপথেই ভারতের শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। 

তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে ভারত থেকে নতুন পাঁচজন খেলোয়াড়কে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। 

এই পাঁচজনের মধ্যে রয়েছেন দুইজন ব্যাটসম্যান, একজন উইকেটরক্ষক, একজন অলরাউন্ডার ও একজন পেসার।

শনিবার গ্রুপপর্বে ভারত তাদের শেষ ম্যাচে খেলতে নামবে উগান্ডার বিপক্ষে। এরপর ২৯ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে নামবে তারা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস   

ক্রিকেট বিশ্বকাপ ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম