পুলক অধিকারী ও সানজিদা মাহমুদ নন্দিতা
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপ ফুটবল ২০১৮ উপলক্ষে ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও, বাহুবলে নয় ফুটবলে/চলো সবাই দল বেঁধে যাই, খেলার মাঠে সকল বিভেদ ভুলে’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী পুলক অধিকারী ও সানজিদা মাহমুদ নন্দিতা।
মাহবুবুল এ খালিদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আতিকুর রহমান রোমান।
গানের বিষয়ে কণ্ঠশিল্পী পুলক বলেন, ‘বিশ্বকাপ ফুটবল নিয়ে এ গানটিতে যেমন খেলার রেশ রাখা হয়েছে, তেমনি বর্তমান বিশ্বের অবস্থাও তুলে ধরা হয়েছে। তৈরি হয়েছে একটি ভিডিও। যেখানে ফুটবল মাঠের বাইরেও বেশকিছু ফুটেজ রাখা হয়েছে।’
গীতিকার ও সুরকার খালিদ জানান, মানুষে মানুষে সাম্য ও সম্প্রীতি গড়ার ক্ষেত্রে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। এ জন্যই বিশ্বকাপের আগে এ গানটি প্রকাশ করা হলো।
‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’ নামের এই গানটির ভিডিও ইউটিউব চ্যানেল খালিদ সংগীত-এ অবমুক্ত করা হয়েছে ১৯ মে।
