Logo
Logo
×

খেলা

আইপিএল কবে কোথায় শুরু, দেখে নিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০২:০৬ পিএম

আইপিএল কবে কোথায় শুরু, দেখে নিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের সূচি প্রকাশ করেছে আয়োজকরা। 

আগামী ২৬ মার্চ উদ্বোধনী ম্যাচে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ২২ মে হবে গ্রুপ লিগের শেষ ম্যাচ। প্লে-অফ ও ফাইনালের সূচি পরে ঘোষণা করা হবে। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে চারটি স্টেডিয়ামে (ওয়াংখেড় স্টেডিয়াম, ব্রেবোর্ন স্টেডিয়াম, ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম) গ্রুপ পর্যায়ের ৭০টি ম্যাচ হবে। তারপর হবে চারটি প্লে-অফ ম্যাচ (প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল)। মোট ৬৫ দিন ধরে চলবে টুর্নামেন্ট। 

দিনের প্রথম ম্যাচ দুপুর সাড়ে ৩টায় শুরু হবে। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ১২টি ম্যাচ দুপুর সাড়ে ৩টায় শুরু হবে। 

আইপিএল কবে কোথায় শুরু দেখে নিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম