|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইনের কাছে প্রশ্ন করা হয়- এ মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যান বাবর আজমকেই বেছে নেন স্টেইন।
ডেল স্টেইনের চোখে এ সময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজমের কাছে জানতে চাওয়া হয়- এই মুহূর্তে পৃথিবীর সেরা বোলার কে? এমন প্রশ্নের উত্তরে স্বদেশি পেসার শাহিন শাহ আফ্রিদিকেই বেছে নেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।
২২ বছর বয়সী বাঁহাতি পেসারকে নিয়ে লাহোরে এক সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, শাহিন আমার কাছে এক নম্বর বোলার। সে এক সময়ে র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকবে।
মাত্র তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ক্রিকেটের সব সংস্করণেই ব্যাটসম্যানদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ৯৪ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই বোলার সব ফরম্যাটেই র্যাঙ্কিংয়ে আছেন সেরা দশে।
শাহিন আফ্রিদির মতো এমন প্রতিভাবান ও পরিশ্রমী বোলারকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন বাবর আজম। তিনি বলেন, শাহিন যেভাবে পরিশ্রম করে এবং পারফর্ম করছে, এতে ক্যারিয়ারে সে আরও অনেক দূর এগিয়ে যাবে।
গত বছর সবচেয়ে কম বয়সে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছেন শাহিন। এই বাঁহাতি পেসার মাত্র ২৪ টেস্টে নিয়েছেন ৯৫ উইকেট। ওয়ানডেতে ২৩.৮৬ গড়ে ৩০ ম্যাচে নিয়েছেন ৫৯ উইকেট। ৪০ টি-টোয়েন্টি ম্যাচে শিকার করেছেন ৪৭টি উইকেট।
