Logo
Logo
×

খেলা

টেস্ট সংস্কৃতি গড়তে যা করতে হবে জানালেন ডমিঙ্গো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২২, ০৪:৫৪ পিএম

টেস্ট সংস্কৃতি গড়তে যা করতে হবে জানালেন ডমিঙ্গো

দুই দশকেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। লম্বা সময় ধরে টেস্ট ম্যাচ খেলেও সাদা পোশাকের এই ফরম্যাটটা সেভাবে রপ্ত করতে পারেনি টাইগাররা।

লাল বলের ক্রিকেটের উন্নয়নে টেস্ট সংস্কৃতি গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আসেন ডমিঙ্গো। 

তিনি বলেন, আমাদের টেস্ট সংস্কৃতি গড়তে হলে, ক্রিকেটারদের পারফরম্যান্সে উন্নতি আনতে হলে ভালো উইকেটে খেলতে হবে।

ডমিঙ্গো আরও বলেন, শ্রীলংকার তরুণ ক্রিকেটারদের প্রথম শ্রেণির অভিজ্ঞতা অনেক। এ ক্ষেত্রে টেস্ট সংস্কৃতির একটা পরিবর্তন আসতে হবে। তবে এই পরিবর্তনটা আসবে যখন আমরা আরও টেস্ট জিততে পারব। টেস্ট ক্রিকেট খেলার আগ্রহ, ইচ্ছা তখনই বাড়বে, যখন আমরা বড় একটা টেস্ট সিরিজ জিতব।

কোচ আরও বলেন, আমরা যদি স্পিন সহায়ক উইকেট বানিয়ে খেলি, এরপর ঘরের বাইরে ভালো উইকেটে খেলি, তাহলে আমাদের কোনো সুযোগই থাকবে না। ঢাকা টেস্টের উইকেট ভালো ছিল। টেস্টের পঞ্চম দিন ফল এসেছে, ভালো উইকেট! চট্টগ্রামে ফ্ল্যাট ছিল। কিন্তু সেখানেও ফল হতে পারত।

ওরা বাজে উইকেটে খেলে অভ্যস্ত, তাই ভালো করতে পারছে না। আমি হতাশাটা বুঝতে পারছি। যত ভালো উইকেটে আমরা খেলব, ক্রিকেটারদের উন্নতিও তত ভালো হবে। 

ডমিঙ্গে আরও বলেন, বাজে উইকেটে খেলে প্রতিপক্ষকে ১০০ রানে অলআউট করে ফেলে আমরা ১২০ রান করব। এভাবে খেললে দল উন্নতি করবে না। এভাবে খেলেও কিন্তু সিরিজ জিততে পারিনি। আমাদের আন্তর্জাতিক মানের উইকেটে খেলতে হবে।

টেস্ট সংস্কৃতি গড়তে যা করতে হবে জানালেন ডমিঙ্গো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম