বাসে ওঠা নিয়ে হাতাহাতি আফ্রিদি-সালমান বাটের!
পাকিস্তানের অ্যাবোটাবাদে বাসে ওঠা নিয়ে শহিদ আফ্রিদি ও সালমান বাটের সঙ্গে হাতাহাতিই হয়ে গিয়েছিল।
এমন তথ্যই সামনে আনলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ ২০০৭ সালের ওই ঘটনা তুলে ধরেন ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির পেসার শোয়েব আখতার।
২০০৭ সালে পাকিস্তান ক্রিকেট দলের ক্যাম্প করা হয়েছিল অ্যাবোটাবাদে। একদিন অনুশীলন থেকে হোটেলে ফেরার সময় বাসেই আফ্রিদির সঙ্গে হাতাহাতি শুরু হয় সালমান বাটের। এমন তুচ্ছ ঘটনায় রেগে দলের ম্যানেজার তালাত আলি আফ্রিদিকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছিলেন।
সেই ঘটনা আবারো আলোচনায় এসেছে সালমান বাটের মাধ্যমে। পাকিস্তানের সাবেক অধিনায়ক নিজের ইউটিউব অ্যাকাউন্টে বলেছেন- সব দলেই এরকম কিছু না কিছু ঘটে। আফ্রিদি আমার সিনিয়র ছিল। বন্ধু নয়। আমার সঙ্গে ভালোই ব্যবহার করত। আমাদের মধ্যে নানা বিষয়ে কথা হতো। অনেক সময় দুইজন খেলোয়াড়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। সেগুলো প্রকাশ্যে না আসাই ভালো।
শোয়েব আখতার বলছেন, অনুশীলন থেকে ফেরার সময় বাসে আমার পাশে বসেছিল সালমান বাট। আফ্রিদি ওকে ওখান থেকে সরে বসতে বলে। তা নিয়েই দুইজনের মধ্যে তর্ক শুরু হয়। তাতে তালাত মেজাজ হারিয়ে আফ্রিদিকে বলেছিলেন, কেন বাটকে সরে বসতে হবে? এরপর আফ্রিদি ম্যানেজারের সঙ্গেও তর্ক শুরু করে। রাতে শোয়েব মালিকের কাছে শুনেছি, সেই ঘটনার জন্য আফ্রিদিকে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ম্যানেজার তালাত এবং পিসিবি।
শোয়েব আখতার আরও বলেন, আফ্রিদি ক্রিকেটজীবনে খারাপ ব্যবহার অনেকবারই পেয়েছেন। অনেক সিনিয়র ক্রিকেটারই তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। কিন্তু সেসব নিয়ে কখনো তেমন কিছুই বলেননি আফ্রিদি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাসে ওঠা নিয়ে হাতাহাতি আফ্রিদি-সালমান বাটের!
পাকিস্তানের অ্যাবোটাবাদে বাসে ওঠা নিয়ে শহিদ আফ্রিদি ও সালমান বাটের সঙ্গে হাতাহাতিই হয়ে গিয়েছিল।
এমন তথ্যই সামনে আনলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ ২০০৭ সালের ওই ঘটনা তুলে ধরেন ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির পেসার শোয়েব আখতার।
২০০৭ সালে পাকিস্তান ক্রিকেট দলের ক্যাম্প করা হয়েছিল অ্যাবোটাবাদে। একদিন অনুশীলন থেকে হোটেলে ফেরার সময় বাসেই আফ্রিদির সঙ্গে হাতাহাতি শুরু হয় সালমান বাটের। এমন তুচ্ছ ঘটনায় রেগে দলের ম্যানেজার তালাত আলি আফ্রিদিকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছিলেন।
সেই ঘটনা আবারো আলোচনায় এসেছে সালমান বাটের মাধ্যমে। পাকিস্তানের সাবেক অধিনায়ক নিজের ইউটিউব অ্যাকাউন্টে বলেছেন- সব দলেই এরকম কিছু না কিছু ঘটে। আফ্রিদি আমার সিনিয়র ছিল। বন্ধু নয়। আমার সঙ্গে ভালোই ব্যবহার করত। আমাদের মধ্যে নানা বিষয়ে কথা হতো। অনেক সময় দুইজন খেলোয়াড়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। সেগুলো প্রকাশ্যে না আসাই ভালো।
শোয়েব আখতার বলছেন, অনুশীলন থেকে ফেরার সময় বাসে আমার পাশে বসেছিল সালমান বাট। আফ্রিদি ওকে ওখান থেকে সরে বসতে বলে। তা নিয়েই দুইজনের মধ্যে তর্ক শুরু হয়। তাতে তালাত মেজাজ হারিয়ে আফ্রিদিকে বলেছিলেন, কেন বাটকে সরে বসতে হবে? এরপর আফ্রিদি ম্যানেজারের সঙ্গেও তর্ক শুরু করে। রাতে শোয়েব মালিকের কাছে শুনেছি, সেই ঘটনার জন্য আফ্রিদিকে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ম্যানেজার তালাত এবং পিসিবি।
শোয়েব আখতার আরও বলেন, আফ্রিদি ক্রিকেটজীবনে খারাপ ব্যবহার অনেকবারই পেয়েছেন। অনেক সিনিয়র ক্রিকেটারই তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। কিন্তু সেসব নিয়ে কখনো তেমন কিছুই বলেননি আফ্রিদি।