উইম্বলডনে টানা চতুর্থ শিরোপা জিতলেন জোকোভিচ
নিক কিরগিওসের বিপক্ষে আগের দুইবারের দেখায় হেরেছিলেন নোভাক জোকোভিচ। এবারও প্রথম সেটে হেরে বসলেন।
ধারণা করা হচ্ছিল নিকের বিপক্ষে মনে হয় এবারও পেরে উঠবেন না সার্বিয়ান তারকা। কিন্তু উল্টোটাই করে দেখালেন তিনি।
পরের টানা তিন সেট জিতে আরও একবার উইম্বলডনের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ।
উইম্বলডনে এই নিয়ে টানা চতুর্থ ও মোট সপ্তমবার চ্যাম্পিয়ন হলেন ৩৫ বছর বয়সি তারকা। সব মিলিয়ে মোট গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি ২১টি। পেছনে ফেললেন ২০ বার জয়ী কিংবদন্তি রজার ফেদেরারকে।
জোকোভিচের সামনে এখন কেবল রাফায়েল নাদাল। গত মাসের শুরুতে ফরাসি ওপেন জয়ী স্প্যানিশ তারকার গ্র্যান্ড স্ল্যাম মোট ২২টি।
অল ইংল্যান্ড ক্লাবে রোববার পুরুষ এককের শিরোপা লড়াইয়ে চতুর্থ সেটে প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন কিরগিওস। তিন ঘণ্টার একটু বেশি সময় স্থায়ী ম্যাচটি ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে জিতে শিরোপা উল্লাসে ভাসেন জোকোভিচ।
উইম্বলডনের পুরুষ এককে সর্বোচ্চ শিরোপা জয়ের হিসেবে জোকোভিচের ওপরে এখন কেবল ফেদেরার। এখানে আটবার চ্যাম্পিয়ন হয়েছেন সুইস তারকা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উইম্বলডনে টানা চতুর্থ শিরোপা জিতলেন জোকোভিচ
নিক কিরগিওসের বিপক্ষে আগের দুইবারের দেখায় হেরেছিলেন নোভাক জোকোভিচ। এবারও প্রথম সেটে হেরে বসলেন।
ধারণা করা হচ্ছিল নিকের বিপক্ষে মনে হয় এবারও পেরে উঠবেন না সার্বিয়ান তারকা। কিন্তু উল্টোটাই করে দেখালেন তিনি।
পরের টানা তিন সেট জিতে আরও একবার উইম্বলডনের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ।
উইম্বলডনে এই নিয়ে টানা চতুর্থ ও মোট সপ্তমবার চ্যাম্পিয়ন হলেন ৩৫ বছর বয়সি তারকা। সব মিলিয়ে মোট গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি ২১টি। পেছনে ফেললেন ২০ বার জয়ী কিংবদন্তি রজার ফেদেরারকে।
জোকোভিচের সামনে এখন কেবল রাফায়েল নাদাল। গত মাসের শুরুতে ফরাসি ওপেন জয়ী স্প্যানিশ তারকার গ্র্যান্ড স্ল্যাম মোট ২২টি।
অল ইংল্যান্ড ক্লাবে রোববার পুরুষ এককের শিরোপা লড়াইয়ে চতুর্থ সেটে প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন কিরগিওস। তিন ঘণ্টার একটু বেশি সময় স্থায়ী ম্যাচটি ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে জিতে শিরোপা উল্লাসে ভাসেন জোকোভিচ।
উইম্বলডনের পুরুষ এককে সর্বোচ্চ শিরোপা জয়ের হিসেবে জোকোভিচের ওপরে এখন কেবল ফেদেরার। এখানে আটবার চ্যাম্পিয়ন হয়েছেন সুইস তারকা।