এবার রেসলিংয়ে রিং মাতাতে এলেন রকের মেয়ে
ডোয়াইন জনসন, যাকে ‘দ্য রক’ নামে চেনে গোটা বিশ্ব। সর্বকালের অন্যতম সেরা পেশাদার কুস্তিগীর তিনি। রিং থেকে অবসর নিয়ে গত ছয় বছর ধরে হলিউড মাতাচ্ছেন। জনসনের পথ ধরে এবার রিং মাতাতে এসেছেন তার বড় মেয়ে সিমোন জনসন। পেশাদার রেসলিংয়ের জগতে অভিষেক ঘটেছে তার।
সম্প্রতি ডব্লিউডব্লিউইয়ের এনএক্সটিতে আভা রেইন নামে নিজের পারদর্শিতা দেখিয়েছেন সিমোন।
এদিকে বাবার পথে মেয়ের হাঁটায় উচ্ছ্বসিত ও গর্বিত ডোয়াইন ‘দ্য রক’ জনসন।
The Rock on daughter, Simone Johnson: “Very proud of her. She made her WWE debut, in their smaller federation, NXT.
— Alex McCarthy (@AlexM_talkSPORT) July 21, 2022
"She did so good. She went out there on the mic. You gotta be poised when you go out there, and she has a cool wrestling name. It’s Ava Raine.” [Jimmy Kimmel] pic.twitter.com/lLgnd97tTa
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লেট নাইট টকশো সঞ্চালক জিমি কিমেলের সঙ্গে সাক্ষাৎকারে এ কিংবদন্তি রেসলার বলেন, ‘আমি আমার মেয়ে সিমোন নিয়ে গর্বিত। ডব্লিউডব্লিউইয়ের ফেডারেশন এনএক্সটিতে তার অভিষেক হয়েছে। শুরুতেই সে দারুণ পারফর্ম করেছে। সে মাইক নিয়ে রিংয়ে উঠেছিল, বেশ উদ্দীপ্ত ছিল। রেসলিংয়ে তার নামটাও দারুণ পছন্দ হয়েছে আমার। তার নাম আভা রেইন।’
এবার রেসলিংয়ে রিং মাতাতে এলেন রকের মেয়ে
স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২২, ১২:২১:১৩ | অনলাইন সংস্করণ
ডোয়াইন জনসন, যাকে ‘দ্য রক’ নামে চেনে গোটা বিশ্ব। সর্বকালের অন্যতম সেরা পেশাদার কুস্তিগীর তিনি। রিং থেকে অবসর নিয়ে গত ছয় বছর ধরে হলিউড মাতাচ্ছেন। জনসনের পথ ধরে এবার রিং মাতাতে এসেছেন তার বড় মেয়ে সিমোন জনসন। পেশাদার রেসলিংয়ের জগতে অভিষেক ঘটেছে তার।
সম্প্রতি ডব্লিউডব্লিউইয়ের এনএক্সটিতে আভা রেইন নামে নিজের পারদর্শিতা দেখিয়েছেন সিমোন।
এদিকে বাবার পথে মেয়ের হাঁটায় উচ্ছ্বসিত ও গর্বিত ডোয়াইন ‘দ্য রক’ জনসন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লেট নাইট টকশো সঞ্চালক জিমি কিমেলের সঙ্গে সাক্ষাৎকারে এ কিংবদন্তি রেসলার বলেন, ‘আমি আমার মেয়ে সিমোন নিয়ে গর্বিত। ডব্লিউডব্লিউইয়ের ফেডারেশন এনএক্সটিতে তার অভিষেক হয়েছে। শুরুতেই সে দারুণ পারফর্ম করেছে। সে মাইক নিয়ে রিংয়ে উঠেছিল, বেশ উদ্দীপ্ত ছিল। রেসলিংয়ে তার নামটাও দারুণ পছন্দ হয়েছে আমার। তার নাম আভা রেইন।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023