|
ফলো করুন |
|
|---|---|
জিম্বাবুয়ের বিপক্ষে ধবলধোলাইয়ের চরম শঙ্কার মধ্যেই ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তবে নিজেদের মাইলফলকের ম্যাচটিতে রাঙাতে প্রত্যয়ী তামিমরা। ৪০০তম ওয়ানডে খেলতে নামা বাংলাদেশ দলের স্কোয়াডেও একাধিক পরিবর্তন আনা হয়েছে।
আগের দুই ম্যাচ হেরে ক্লিনসুইপ এড়ানোর লক্ষ্যে বুধবার দুপুর সোয়া ১টায় মাঠে নেমেছে লাল সবুজ জার্সিধারীরা।
শর্টার ফরম্যাটে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেলেও ওয়ানডেতে বাংলাদেশের স্মৃতিতে ভাসছে ২১ বছর আগের এক সিরিজ। ২০০১ সালের পর আবারও বাংলাদেশকে ক্লিন সুইপের শঙ্কা জাগিয়েছে জিম্বাবুয়ে।
আগের দুটি ম্যাচে বড় স্কোর করেও জিততে পারেননি তামিমরা। তাই এই ম্যাচে বোলিং সাইট জোরালো করা হয়েছে।
আজকের ম্যাচে অভিষেক হচ্ছে ইবাদত হোসেনের। টসের আগে এ পেসারকে পরিয়ে দেওয়া হয়েছে ওয়ানডে ক্যাপ,স্কোয়াডে নেওয়া হয়েছে আরেক পেসার মোস্তাফিজুর রহমানকেও।
দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে ছিটকে গেছেন জিম্বাবুয়ের রেজিস চাকাভা। তাদের দলে অভিষেক হচ্ছে ক্লাইভ মাদান্দের।
চোটের কারণে দ্বিতীয় ম্যাচে না খেলা মোস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে। মোস্তাফিজ ও ইবাদতকে জায়গা করে দিয়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে আছে এ দুটিই পরিবর্তন।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, হাসান মাহমুদ
জিম্বাবুয়ে একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি।
