রোহিত ঝড়ে সিরিজে সমতা ফেরাল ভারত
অনলাইন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১১ এএম | অনলাইন সংস্করণ
রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে আজ নাস্তানাবুদ অস্ট্রেলিয়া। এর আগে মোহালিতে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ২০৮ রান করেও অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। শুক্রবার ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত।
বৃষ্টির কারণে শুক্রবার নাগপুরের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ নেমে আসে ৮ ওভারে। সেখানে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৫ উইকেটে ৯০ রান তোলে। খেলায় রোহিত ২০ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৬ বলে ১ চার ও ১ ছক্কায় ১০ রানে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। তার আগে বিরাট কোহলি ১১, লোকেশ রাহুল ১০, হার্দিক পান্ডিয়া ৯ ও সূর্যকুমার শূন্যরানে আউট হন।
অস্ট্রেলিয়ার ৯০ রানের ইনিংসে ম্যাথু ওয়েড ২০ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন। আর ফিঞ্চ ১৫ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
রোহিত ঝড়ে সিরিজে সমতা ফেরাল ভারত
অনলাইন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১১:২৬ | অনলাইন সংস্করণ
রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে আজ নাস্তানাবুদ অস্ট্রেলিয়া। এর আগে মোহালিতে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ২০৮ রান করেও অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। শুক্রবার ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত।
বৃষ্টির কারণে শুক্রবার নাগপুরের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ নেমে আসে ৮ ওভারে। সেখানে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৫ উইকেটে ৯০ রান তোলে। খেলায় রোহিত ২০ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৬ বলে ১ চার ও ১ ছক্কায় ১০ রানে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। তার আগে বিরাট কোহলি ১১, লোকেশ রাহুল ১০, হার্দিক পান্ডিয়া ৯ ও সূর্যকুমার শূন্যরানে আউট হন।
অস্ট্রেলিয়ার ৯০ রানের ইনিংসে ম্যাথু ওয়েড ২০ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন। আর ফিঞ্চ ১৫ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023