Logo
Logo
×

খেলা

২০ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৪:৫৬ এএম

২০ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বিশ্বকাপের প্রথম ম্যাচে শুভ সূচনা করেছিল বাংলাদেশ।  প্রথম ৫ ওভারে ৪৩ রান তুলে ওপেনিং জুটি।

কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে ওপেনার সৌম্য সরকার ফিরলে খুব দ্রুতই গোটা পরিস্থিতিই উল্টে গেছে। পরের ২০ রান করেতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

সৌম্য-শান্তর পর লিটন ও সাকিবকে হারিয়ে চাপে এখন বাংলাদেশ।

ছক্কার চেষ্টায় অক্কা হয়েছেন শান্ত ও সাকিব।

১০ম ওভারের প্রথম বলেই ছক্কার আশায় উড়িয়ে মারেন সাকিব।  বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ ধরেন শারিজ আহমেদ। 

৯ বলে ৭ রান করে দলকে আরও বিপদে ফেলে ফিরলেন অধিনায়ক।

এর আগে ৬ষ্ঠ ও ৭ম তথা পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। সৌম্য সরকারের পর ফিরে যান নাজমুল হোসেন শান্ত।

পাওয়ার প্লের শেষ ওভারে মেকেরেনের শর্ট বলে পুল করে টাইমিং করতে পারেননি সৌম্য। মিডউইকেটে সহজ ক্যাচ নেন বাস ডে লেডে। ১৪ বলে ১৪ রান করে ভ্যান মেকারেনের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সৌম্য।

পরের ওভারে বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলকে সুইপ করে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন শান্ত। স্পিনের বিপক্ষে খেলা শটে টাইমিং করতে পারেননি, ক্যাচ ওঠে যায় মিডউইকেটে।

শান্তর ব্যাট থেকে এসেছে ৪ বাউন্ডারিতে ২০ বলে ২৫ রান।

এর পর ব্যাট হাতে নেমে ব্যর্থ লিটন দাস। বাংলাদেশের হাল ধরতে পারলেন না তিনি। 

দলে ফেরা লোগান ফন বিকের শর্ট অব লেংথ বল ঠিকমতো খেলতে পারেননি লিটন। ব্যাটের ওপরের দিকে বল উঠে যায়। মিডঅফে সহজ ক্যাচ নেন টম কুপার।

১১ বলে ৯ রান করে বিদায় নিলেন লিটন।  এর পর ছক্কার আশায় উড়িয়ে মেরে দলকে আরও বিপদে ফেলে ফিরলেন অধিনায়কও।

খেলার এ পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ৯.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭০ রান।  ক্রিজে দুই নতুন বাটার ইয়াসির ও আফিফ।

শান্ত সাকিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম