Logo
Logo
×

খেলা

সাকিবদের কোচ হলেন জিম্বাবুয়ের তাইবু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ১০:৩১ এএম

সাকিবদের কোচ হলেন জিম্বাবুয়ের তাইবু

খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু। 

এবার সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের সহকারী কোচ হিসেবে কাজ করবেন এই সাবেক জিম্বাবুইয়ান তারকা।

বৃহস্পতিবার বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সেখানে দলটি লিখেছে- জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।

অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার আফতাব আহমেদের সঙ্গে কাজ করবেন তাইবু। আফতাবকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স। 

গত সেপ্টেম্বর মাসে টি-টেন লিগের ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেই ড্রাফটে টাইগার উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স। তাদের আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছিল তারা।
 

তাইবু কোচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম