Logo
Logo
×

খেলা

আর্জেন্টিনার জয়ে যা বললেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৩:০২ এএম

আর্জেন্টিনার জয়ে যা বললেন পরীমনি

গোটা বিশ্ব এখন বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত। বাংলাদেশেও উম্মাদনা পিছিয়ে নেই। এখানে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি দেখা গেলেও ব্রাজিলের স্বপ্ন আগেই ভেঙে গেছে। দলটি যেই ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়েছে, সে দলকেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এতে বাংলাদেশি তারকা সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের কমতি নেই।

গত রাতে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এতে লিওনেল মেসি গোল করেন। সেই সঙ্গে সাদা-নীলের আর্জেন্টিনাকে নিয়ে গেলেন গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। চার মাস হলো পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়েই ব্যস্ত তিনি। তবে সদ্য মা হওয়া এই অভিনেত্রী আর্জেন্টিনার খেলা দেখা একদমই বাদ দেন না। ক্রোয়েশিয়াকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনার প্রশংসা করেছেন অভিনেত্রী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন— ‘হ্যাঁ, এটি একদম চমৎকার।’

আর্জেন্টিনা পরীমনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম