‘ভেবেছিলাম বাংলাদেশকে লিটন অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ১১:০৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ-ভারতের মধ্যকার সদ্য শেষ হওয়া ঢাকা টেস্টের ঠিক আগে টিম হোটেলের সুইমিংপুলে মিলিত হন দুই দলের ক্রিকেটাররা। সেখানে ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বেশ কিছু সময় ধরে কথা হয় লিটন কুমার দাসের।
সেই কথোপকথনে অশ্বিন বলেন, ‘আমি লিটন দাসকে বলেছিলাম তোমাকে টেস্ট অভিষেকের সময় দেখেছি। ওর খেলা আমার সত্যি ভালো লাগে। আমি ওর খেলার পদ্ধতি দেখে ভেবেছিলাম লিটন বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।’
এ প্রসঙ্গে লিটন বলেন, ‘মিরপুরে দ্বিতীয় টেস্টের আগে সুইমিং পুলে অশ্বিন ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন ২০১৫ সালে যখন তিনি আমাকে প্রথমবার দেখেছিলেন, তখন তিনি ভেবেছিলেন আমি বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের মতো খেলোয়াড়ের পর্যায়ে পৌঁছতে পারব। আমি তাকে বলেছিলাম যে, তখন পরিস্থিতি আলাদা ছিল। একজন খেলোয়াড় যত বেশি উচ্চস্তরে খেলবে, ততই ভালো করবে।’
লিটন আরও বলেন, ‘আমরা দেশের বাইরে বেশি সিরিজ খেলার সুযোগ পাই না। অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলিনি। দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তানেও বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। কোনো দল যখন সেরা চার-পাঁচটি দলের সঙ্গে বেশি ম্যাচ খেলবে না তখন সেই দল বা দলের খেলোয়াড়দের বেশি উন্নতি সম্ভব নয়।’
লিনট বলেন, ‘অশ্বিন ভাইকে বলেছি ভারতীয় দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়মিত ক্রিকেট খেলে, তাই খেলোয়াড়রা উপকৃত হয়। এমনকি আইপিএল চলাকালীন ভারতীয় খেলোয়াড়রা বিদেশি তারকা ক্রিকেটারদের সাথে খেলার সুযোগ পায়। নিয়মিত বিশ্বসেরাদের সাথে খেলার কারণে তারা অনেক কিছু শিখতে পারে।’
