Logo
Logo
×

খেলা

কুয়েটায় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করছেন আফ্রিদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:৩৫ এএম

কুয়েটায় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করছেন আফ্রিদি

পাকিস্তানের বেলুচিস্তানের কুয়েটায় একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সম্প্রতি সেখানে একটি প্রজেক্টের উদ্বোধন করেছেন তিনি।

কুয়েটার উঠতি তারকাদের জন্য বেলুচিস্তান সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্রিকেট একাডেমি তৈরির পরিকল্পনা করেছেন তিনি।

ওই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেলুচিস্তানের মূখ্যমন্ত্রীও। তিনি বলেন, আমি শহীদ আফ্রিদির এমন উদ্যোগকে স্বাগত জানাই। আজ তার জন্য তরুণদের প্রতিভা বিকাশে আমরা এগিয়ে আসতে পেরেছি৷

আফ্রিদি বলেন, আমি চাই বেলুচিস্তানের একটা আলাদা ক্রিকেট লীগ থাকুক।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পান আফ্রিদি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন তিনি।

 

পাকিস্তান ক্রিকেট একাডেমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম